এক দেশে এক সাধু ছিল নামটি তাহার ‘সত্য’

নতুন নতুন খুশীর খবর বলতো মুখে নিত্য।

পাইক-পেয়াদা শান্ত্রি সেপাই সবাই করে নাম

আমলা-চাকর বান্দী-নফর দেয় যে কথার দাম।

ধোঁকাবাজী মিথ্যা কথা যুলুম-অত্যাচার

কস্মিনকালেও ধারে নাকো এসব কিছুর ধার।

সারা দেশে জয়জয়কার হাত তালি দেয় লোকে

কাঁদতে কেউ পারে না তাই যতই মরুক শোকে।

কোথাও কখন এলে পরে দেশের মঙ্গল তরে

লক্ষ-কোটি যায় ছুটে তাই কেউ থাকে না ঘরে।

জিহাদ করে বীর মুজাহিদ সাচ্চা বীরের ধন

ভয় করে না অন্যায় কাজে সাহস ভরা মন।

যতই মরুক দুঃখ-শোকে কাঁদা বড় ভার

কাঁদলে পরে বড় শাস্তি হাসলে পুরষ্কার।

গরীব-কাঙ্গাল আর্ত আতুর ভূখা-নাঙ্গার দল

পায় না খেতে তবুও তাদের সাধুই বুকের বল।

কৃষক-শ্রমিক তাঁতী-জেলে কামার-কুমার মাঝি

সবাইকে এক সমান রাখে নেইকো দাগাবাজী।

দিতে কিছুই নাইবা পারুক নিতে পারে যশ

সেই গুণেরই ঠেলার চোটে সবাই সাধুর বশ।






আরও
আরও
.