মাযারকে মানুষ করেছে বাজার বলে ধর্মের প্রতিষ্ঠান,

কেউ ডাকে আল্লাহ আল্লাহ কেউ জপে হরি গান।

দিবা-নিশি ঘটছে কত লোকের যাওয়া আসা,

কারো চাওয়া জগৎ সংসার কারো স্রষ্টার ভালোবাসা।

কপালের ছাল তুলছে কেউ, কেউ ভিজায় পাকা দাড়ি,

চাওয়া-পাওয়া ছাড়াই কত জন ছাড়ছে ঘর-বাড়ী।

পর্দা নামের নেই চিহ্ন মুখে ধর্মের গান,

চাল-চলনে যায় না পাওয়া কোন ধর্মের প্রমাণ।

নানাভাবে ঘুরছে কত জন ছেড়ে বাড়ী-ঘর,

দিন-তারিখের হিসাব নিয়ে বসে কত সাধু সরদার।

জানে না তারা কুরআন-হাদীছ আর না জানে ফিক্বাহ,

বললে পারে না জবাব দিতে এসব কোন গ্রন্থে লেখা,

গ্রন্থের জ্ঞানে নয় জ্ঞান পায় মুখে মুখে জনে জনে

সাধুর বেশে সন্ন্যাসী হয়ে ছুটছে মাযার পানে।

মাযারে আসার লক্ষ্য কেবল গাইতে ধর্মের গীত,

বুঝা-বুঝির কারণে সেথা হিতে বিপরীত।

নানা কর্মে নষ্ট মাযার শিরকের বাজার হয় সেথা

মানব লিপ্সায় কলুষিত আজ পবিত্র আত্মা।







আরও
আরও
.