আত-তাহরীক, আত-তাহরীক, আত-তাহরীক
পরশে তোমার আলোকে ভরিল ধরণীর সর্বদিক।
পথহারা পান্থকে দেখালে সুপথ জ্ঞানের প্রদীপ জ্বেলে,
অাঁধার পেরিয়ে সুরুজ উঠিল পূবাকাশের কোলে।
সহস্র বাধা-প্রতিবন্ধকতায় তুমি যে কর্মবীর,
বুক পেতে নিলে বিরোধীদের ছোড়া সুতীক্ষ্ণ অজস্র্ তীর।
সম্পাদক সমীপে আমরা জানাই শত শত স্বাগতম,
কুরআন-হাদীছ আর জ্ঞান-বিজ্ঞানে সবার শ্রেষ্ঠতম।
আত-তাহরীক পরিবারে আছেন যারা সবাইকে ধন্যবাদ,
এতটুকু মোরা সহিবনা মোটে তাদের নিন্দাবাদ।
কুরআন-হাদীছের আলোতে গড়িলে সাহিত্যের সম্ভার,
প্রশ্নোত্তরে ভেঙ্গে গেলো ভুল ভাঙিল রুদ্ধ দ্বার।
তোমার বুকেতে পেল যে স্থান ছোট সোনামণির দল,
সম্মুখে চলিতে দু’পায়ে দলিতে তারা পেল মনোবল।
আমরা লেখক আমরা পাঠক তোমাকে সালাম জানাই,
চলার পথেতে বিঘ্ন কাটাতে মোরা সদা সাথে রই।
থামিবে না যান সম্মুখে চলিবে থামিবে না মোটে আর
তীক্ষ্ণ হ’তেও সুতীক্ষ্ণ করো তোমার এ ক্ষুরধার।
হৃদি মন ঢালি আল্লাহর কাছে করুণা যাচ্ঞা করি,
আত-তাহরীককে আরো বল দাও, দাও তব করুণা বারি।