পাঁচটি বিষয় মানতে হবে

নবীজীর ফরমান এটা যে আল্লাহর বিধান।

জামা‘আতবদ্ধ জীবন-যাপন

আমীরের আদেশ শ্রবণ

আনুগত্য হিজরত আর জিহাদে গমন

আল্লাহ তা‘আলা নবীর কাছে বলেছেন এমন।

এক বিঘত কেউ যদি ভাই দল থেকে যায় দূরে

ইসলামের গন্ডি হ’তে সে গিয়েছে সরে।

ছালাত-ছিয়াম কায়েম করেও এমন যদি হয়

মুসলিম বলে দাবী করে জাহেলী দাওয়াত দেয়

যাবে জাহান্নামে  এটা যে অহি-র বিধান

আহমাদ ও তিরমিযীর হাদীছে প্রমাণ।

আমীর মানতে হয় একথা আল-কুরআনে কয়

সূরা নিসার ৬৯ নম্বর আয়াতে পাওয়া যায়

আমীর মানলে নবীকে মানিয়া আল্লাহকে মানা হয়

বুখারীর হাদীছে রয়, মুসলিম ও মিশকাতেও পাওয়া যায়।

যে মুসলিম আমীরে কাছে বায়‘আত করে নাই

জাহেলিয়াতের মরণ তার হাদীছ পাওয়া যায়।

চেতনায় আজি জনতা এসে আমীরের কাছে বায়‘আত নেন

রব উঠেছে সারা দেশে আহলেহাদীছ আন্দোলন।

আযাযীলের মাথায় এখন আগুন লেগেছে

ভন্ড আলেম দিয়ে বেটায় ফৎওয়া দেওয়াচ্ছে

ভ্রান্ত হয়ে মুফতীগণের কেউবা আবার কয়

রাষ্ট্রীয় আমীর ও যুদ্ধে ছাড়া বায়‘আত বৈধ নয়।

ছাহাবীদের বায়‘আত করান নবী মক্কার আকাবায়

সেথায় রাষ্ট্রীয় বায়‘আত নয়, নবীজীর যুদ্ধের বায়‘আতও নয়।

জাহেলিয়াতের রাজপ্রাসাদে লাগলো অহি-র ঝড়-তুফান

মুশরিকদের অট্টালিকায় মুনাফিকরা হাকে- বাঁচান

মূর্খ ওরা মানুষ মেরে দোহাই পাড়ে জিহাদের

জঙ্গীবাদী প্রমাণ করতে অহি-র পথের যাত্রীদের।

তাকবীর দেয় হবে বিজয় আহলেহাদীছ আন্দোলনের

তোল ধ্বনি সেই ঈমানী বজ্রধ্বনি খালেদের।







আরও
আরও
.