(১)

নক্ষত্রপুঞ্জের মতো আলোকমালা হৃদয়ে জ্বালিয়ে রেখেছো বেশ

হে আমার চক্ষুপুঞ্জ ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’!

জীবন রাতের ঘন অন্ধকারে বিদিশায় হে আমার পাঞ্জেরী!

পরকালে নাজাতের মনযীল পানে নির্ভুল রাহবার তুমি কান্ডারী।

এই সবুজ-শ্যামলিমা, খাল-নদী, ঝর্ণা ও পাখীর কলতান,

যেখানে প্রত্যুষে জাগিয়ে তুলে জনপদ জীবন জাগানিয়া আহবান,

তুমি তাওহীদী মিছিলে-মিছিলে পথহারা মানুষের অন্ধের যষ্ঠি

ন্যায়ের প্রতিষ্ঠা, অন্যায় প্রতিরোধে তুমি এক দূরন্ত দুর্বার সৃষ্টি।

শিশু, যুবা, নারী, প্রবীণ মিলেমিশে পরকালমুখী সফরে তুমি নও হেলাল

জান্নাত পানে ঘোড় সওয়ারী চলো ঐ শোন ডাকছে বিলাল।

(২)

জীবন মানেই

পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোয় জীবন গড়া

জীবন মানেই

নির্ভেজাল তাওহীদী ঝান্ডা বজ্রমুষ্টিতে তুলে ধরা

জীবন মানেই

কাঁধে-কাঁধ মিলিয়ে আন্দোলনে এগিয়ে চলা

জীবন মানেই

ঐক্য ও সংহতির সিসেঢালা প্রাচীর গড়ে তোলা

জীবন মানেই

দীপ্ত চেতনায় জামা‘আত ও আমীর অাঁকড়ে ধরা

জীবন মানেই

চলো-চলো মারকাযে চলো সংগ্রামী বন্ধুরা!







আরও
আরও
.