স্পেনে করোনার দাপট চলমান থাকা অবস্থায় সাড়ে ৫০০ বছর পর প্রকাশ্যে আযানের অনুমতি দিয়েছে স্পেন। এবার স্পেনের পথ ধরে জার্মানীও এই প্রথম প্রকাশ্যে মাইকে আযান দেওয়ার অনুমতি দিয়েছে। একই ব্যবস্থা গ্রহণ করেছে নেদারল্যান্ডসও। জার্মানীতে ৫০ টিরও বেশী মসজিদে প্রথমবারের মত মাইকে উচ্চ আওয়াজে আযান দেয়া হয়। আযানের  আওয়ায শুনে মসজিদের আশপাশের অসংখ্য মানুষ রাস্তায় নেমে আসে। দেশটির মুসলমানদের তথ্য মতে, করোনা-ভাইরাসের প্রকোপে নিজেদের মনোবল চাঙ্গা করতেই মসজিদে মাইকে আযান দেয়ার অনুমতি দেয় দেশটি।







আরও
আরও
.