প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, দেশের প্রতিটি আইনই ত্রুটিপূর্ণ। ফলে বিচার করতে গেলে বিচারকরা খেই হারিয়ে ফেলেন। আর সে কারণেই মামলার জট বাড়ছে। তিনি বলেন, বিচার বিভাগের যে দায়িত্ব-কর্তব্য, তাতে হস্তক্ষেপ না করা হ’লে আজ এত মামলার জট থাকতো না। তাই আইনের সঙ্গে যারা জড়িত, তারা যদি সামান্য বিচ্যুত হন, তাহ’লে দেশের ভবিষ্যৎ অন্ধকার। গত ৯ই ফেব্রুয়ারী’১৭ বৃহস্পতিবার মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে যেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি উপরোক্ত মন্তব্য করেন [মন্তব্য নিষ্প্রয়োজন (স.স.)]।