সরকারী ব্যবস্থাপনায় যারা পবিত্র হজ্জ পালন করেছিলেন, তাদেরকে বেঁচে যাওয়া বাড়তি অর্থ ফেরত দিচ্ছে পাকিস্তান। এতে প্রত্যেক হাজী অন্তত ৯৭ হাযার রুপি করে ফেরত পাচ্ছেন। দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রী তালহা মাহমূদ জানিয়েছেন, কার্যকর খরচ সাশ্রয়ী পদক্ষেপের কারণে হজ্জযাত্রীরা এই অর্থ ফেরত পাবেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সরকারী স্পনসর্ড স্কীমের মাধ্যমে চলতি বছর হজ্জ পালনকারী লাখো পাকিস্তানীকে ১২০০ কোটি রুপি ফেরত দেবে।
তিনি আরো বলেন, এ বছর ২২ হাযার ৬০০ জন হাজী মিনায় জায়গা পাননি বা ট্রেন সুবিধা নিতে পারেননি। তাদের জনপ্রতি অতিরিক্ত আরো ২১ হাযার রুপি করে ফেরত দেয়া হবে। একইভাবে মদীনার মারকাযিয়ার বাইরে বসবাসকারী ১৮ হাযার হজ্জযাত্রীকে জনপ্রতি অতিরিক্ত আরো ১৪ হাযার রুপি করে ফেরত দেয়া হবে। এটি হজ্জযাত্রীদের নিজস্ব অর্থ যা তাদের ফেরত দেয়া হচ্ছে। আমরা হজ্জযাত্রীদের প্রতিটি পয়সা ফেরত দেব।
উল্লেখ্য, এ বছর ১ লাখ ৬০ হাযারেরও অধিক পাকিস্তানী হজ্জ করেছেন এবং আগামী বছরের জন্য ১ লাখ ৭৯ হাযার ২১০ জন হজ্জযাত্রীর কোটা পেয়েছে পাকিস্তান।