এফ.এম. নাছরুল্লাহ

কাঠিগ্রাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।

শত শত শহীদের রক্তের বিনিময়ে এদেশ করেছি স্বাধীন,

দেশ দেশান্তর জয় করে তাই গড়েছি নিজ অধীন।

বালাকোটের রক্তমাখা মোরা সেই তিতুমীর,

লড়তে জানি মরতে জানি মোরা সকল যুগের বীর।

ভারতবর্ষ জয় করেছি বুকের তাজা রক্তে,

সম্মুখপানে আগুয়ান সদা জানি না পিছু হটতে।

স্বাধীনতার ঘোষণা স্বাধীনতার শ্লোগান দিয়েছি কত রাজপথে,

কত শত বীর হয়েছে শহীদ লড়েছে আপন হিম্মতে।

আমাদের বিরুদ্ধে ষঢ়যন্ত্রের জাল বুনছে স্বদেশী স্বৈরাচার,

তবুও মোরা সত্যের পথে লড়েছি বেরিয়ে এসে বারংবার।

রাসূল (ছাঃ) পথে রাসূল (ছাঃ)-এর মতে অটুট মোরা চিরকাল,

পীর-মুরীদের চরণ ধরিনি কভু কুরআন-হাদীছের ছেড়ে হাল।







আরও
আরও
.