আমরা নারী লোকসমাজে ধর্ষিতা হই,
পাই না বিচার মনের অনলে ভষ্মিতা হই।
অপবাদে লাঞ্ছিতার কি
এই সমাজে জায়গা আছে?
ধর্ষক চলে বুক ফুলিয়ে
লোকালয়ে সমাজ মাঝে।
ইভটিজিংয়ে পথের কুকুর
ছোঁ মেরে ধায়,
কোমল শরীর হায়েনার মতই
খুবলিয়ে খায়!
এদের সাথে লড়ার মতো
কোন শাসকের শক্তি আছে?
অপমানে মা-বাবারা এক দড়িতে গাছে ঝুলে,
পায় না তবু মেয়ের বিচার
হয়তোবা যায় ট্রেনের তলে।
কোন দেশেতে এমন ইতিহাস
কলঙ্কিত পাতার ভাজে?
আরব দেশের ওমর ফারূক শাসক ছিল,
নারীরা সব মর্যাদাশীল স্বাধীন ছিল।
জীবন দিয়েও এমন শাসক আনতে খুঁজে
চেষ্টা চালাও ঐক্য হয়ে দেশের মাঝে।
সেই শাসকই করবে দেশটা আসল স্বাধীন
থাকবে না কেউ মাযলূম হয়ে বাকহীন।
নির্যাতিতের পাশে থেকে যালেমকে করবে শাসন
সকলের অধিকার দানে কায়েম করবে অহি-র বিধান।