রূহ তোমার রূপটি কেমন

কোথায় তোমার ঠিক নিবাস?

থাকো কোথায় ঘাপটি মেরে

কোথায় তুমি করছ বাস?

তুমি কি গো থাকছো কাছে

আমি যখন ঘুম পাড়ি?

জিয়ন কাঠির পরশ বুলায়ে

জীবন নদী যে দেই পাড়ি।

স্বপ্ন দেখি যখন আমি

অঘোর ঘুমে শয্যা পর,

তখন তুমি কোথায় থাকো

আমায় রেখে রুদ্ধ দ্বার?

তোমায় আমি করি অনুভব

ঘুমের ঘোরে দিন-রাতি,

তখন কি গো সঙ্গে থাকি

নিবিড়ভাবে হও সাথী।

রূহ আমায় বলছে ডেকে

শুনবে আমি কোথায় রই?

আল্লাহর আদেশ করতে পালন

দিন-রজনী ব্যস্ত রই।

আমি  তো আল্লাহর আদেশ মাত্র

তাছাড়া আর কিচ্ছু না,

শুনতে তোমার দিন ফুরাবে

বসে কেবল দিন গুণা।






আরও
আরও
.