নারীর পরিবেশে নারী শোভে

সুরক্ষিত পর্দার অন্তরালে,

পূর্ণ পর্দানশীনরাই সৌভাগ্যবতী

আল-কুরআন ও ছহীহ সুন্নাহর দলীলে।

নারীর কারণে জান্নাত থেকে জগৎ

নারীর কারণে পাপ-পুণ্য,

নারীর কারণে জান্নাত-জাহান্নাম

নারীর সততায় পরিবার ধন্য।

নারীর মমতায় গঠিত সংসার

অনাবিল শান্তির আধার,

অনিত্য সংসারেও ধৈর্যশীলার পরশে

নেমে আসে সুখ-সম্ভার।

মায়ের শিক্ষাই আদর্শ শিক্ষা

যেথায় গড়া সভ্য সমাজ,

বার্নার্ড শ’-এর দার্শনিক কথা

নিভৃত মনে জাগে আজ।

নারী পেলো বসার আসন

বিশ্বনবী (ছাঃ)-এর শিরস্ত্রাণ,

নারীই প্রথম মুসলিম,

মাতৃত্বে তাঁদেরই ত্রিগুণ সম্মান।

কিন্তু সাবধান! নারীর উপরে

পুরুষের প্রাধান্য দিয়েছেন রহমান,

তাই নারীর পর্দা পুরুষেরই দায়িত্ব

এটাই চিরন্তন অহি-র বিধান।






আরও
আরও
.