যাদের কলম যিন্দা রে ভাই, যাদের কলম দুর্নিবার,
তাদের কলম করবে আলোক এই দুনিয়ার অন্ধকার।
যাদের দেহ শিকল-জড়া, বক্ষে তবু মুক্ত প্রাণ,
তাদের কলম জ্বালবে মশাল, গাইবে নতুন জয়ের গান।
ঘুমন্তরা থাক ঘুমিয়ে, মুর্দারা থাক গোরস্থান,
যিন্দারা ধর কাস্তে-কোদাল, তৈরি কর গুলিস্তান।
জমাট রক্ত জমাট থাকুক, উষ্ণ রক্তে লাগুক দোল,
বাজুক দামামা দ্রিম দ্রিম দ্রিম, ছন্দে উঠুক গভীর রোল।
মোদের যুদ্ধে নেই বর্শা, ঢাল-তলোয়ার, রক্ত-খুন,
নীরব-বিজলী বর্ষে কলম, শ্বেতের বুকে কালো আগুন।
আমরা লেখক, হাঁকি কলম, ঘটে শব্দ-বিষ্ফোরণ,
যালেম বাঁচে, বাঁচে না তার অন্যায় আর দুঃশাসন।
মোদের কলম এমনি ভাই, অস্ত্রের চেয়ে ভয়ংকর,
কলম দিয়েই দূর করি ভাই যত মন্দ-অসুন্দর।
এটাই মোদের পরম পাওয়া, এটাই মোদের বাদশাহী,
কণ্ঠে মোদের বিনয় ঝরে, হস্তে ফোঁসে বিদ্রোহী।
-সারওয়ার মিছবাহ, রাজশাহী।