অনুক্ত মিত্র

তালা, সাতক্ষীরা।

পুষ্প তরে ভোমর যেমন বিহার দিবা-নিশি,

ফোটা ফোটা মধু পেয়ে থাকে মহা খুশি।

মাসের ত্রিশ পার না হ’তে ব্যস্ত সবার মন,

তাহরীক পাওয়ার তরে শুধু মন করে আনচান।

রূপ, ঘ্রাণ আর মধুর মোহে ভোমর বিহার করে,

পেয়ে খুশি হৃদয় তুষি রবের রহম দ্বারে।

শিরক, বিদ‘আত আর হারামগুলো বাছাই করা জ্ঞান,

পাইতে হ’লে তাহরীক করো অধ্যয়ন।

ঝরা ফুলের মালা গেঁথে ভাবুক হৃদয় যারা,

ভবে তাদের ভালোবাসা হোকনা ভুবন জোড়া।

তাহরীকের জ্ঞানের দিশা তেমনি হৃদয় কাড়ে,

বিভেদ ভুলে অভেদ জ্ঞানে রবকে সবে স্মরে।

পুষ্প ছাড়া ভোমর যেমন মধু নাহি পায়,

আত-তাহরীক ছাড়া সমাজ বড় অসহায়।







আরও
আরও
.