রুক্ষ
পাথরের লাল গ্রহ নিয়ে আগ্রহের শেষ নেই বিজ্ঞানীদের। অনেক আগে থেকেই মঙ্গল
গ্রহ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন তারা। সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা
সংস্থা নাসা দীর্ঘ গবেষণার পর জানিয়েছে, এক সময়ে মঙ্গলে সমুদ্র ছিল এবং
জীবজগৎ গড়ে ওঠার জন্য প্রয়োজনীয় যথেষ্ট পরিমাণে অক্সিজেনও ছিল।
তবে কয়েকশ’ কোটি বছর আগেই আবহাওয়া পরিবর্তিত হয়ে রুক্ষ মরুভূমিতে পরিণত হয় পৃথিবীর প্রতিবেশী গ্রহ মঙ্গল। ঠিক কি কারণে মঙ্গল গ্রহের আবহাওয়া পরিবর্তন হ’তে শুরু করে, তা খতিয়ে দেখছেন নাসার বিজ্ঞানীরা। আইসোটোপ অফ অক্সিজেন প্রক্রিয়ার সাহায্যে মঙ্গলে পানি ও অক্সিজেনের পরিমাণ আগে ঠিক কেমন ছিল, তা নির্দিষ্ট করে বোঝার চেষ্টা করছেন বিজ্ঞানীরা।
বর্তমানে মঙ্গল অতি শীতল এবং বসবাসের অযোগ্য মরুভূমিতে পূর্ণ। তবে এখানে পাওয়া শুকনো নদীখাত ও কিছু কিছু খনিজ পদার্থ পাওয়া যাওয়ায় বিজ্ঞানীরা নিশ্চিত যে একসময় এখানে প্রচুর পানি ছিল। তবে সেই সময় সেখানে প্রাণের অস্তিত্ব ছিল কি-না, সেই বিষয়ে এখনও নিশ্চিত নন বিজ্ঞানীরা।