মুখে বা হাতের তলায় থার্মোমিটার রেখে দেহের তাপমাত্রা দেখার দিন শেষ। এবার চলে এল ডিজিটাল থার্মোমিটার। মোবাইল প্রস্ত্ততকারী সংস্থা নোকিয়ার মালিকানাধীন একটি কোম্পানী এই ডিজিটাল থার্মোমিটার নিয়ে এসেছে। থার্মো নামের এই থার্মোমিটার দেহের তাপমাত্রা সঠিকভাবে নির্ণয় করবে। দেহ থেকে ১ সেন্টিমিটার দূরে রাখলেও কাজ করবে এই যন্ত্র। এতে ১৬টি ইনফারেড সেন্সর রয়েছে যা মাত্র ২ সেকেন্ডে বলে দেবে তাপমাত্রা। এই থার্মোমিটারের একটি অ্যাপও রয়েছে। থার্মো অ্যাপ নামক এই অ্যাপটি ডাউনলোড করলেই ফোনে চলে আসবে সমস্ত রিডিং।




আরও
আরও
.