যানজটের
মাঝে পড়লেই মনে হয়, উড়ে গেলে কি ভালোই না হ’ত! হ্যাঁ কল্পনাকে বাস্তবে
প্রমাণ করতে চলেছে গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান হুন্দাই। যার সাথে জোট বেঁধেছে
জনপ্রিয় কোম্পানী উবার। উভয় কোম্পানী যৌথভাবে বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি
তৈরীর ঘোষণা দিয়েছে। ঘোষণা অনুযায়ী আগামী দিনে ‘এরিয়াল রাইড শেয়ার
নেটওয়ার্কে’র ভিত্তিতে কাজ করবে এই ট্যাক্সি।
হুন্দাই জানিয়েছে, একই সাথে এই এয়ার ট্যাক্সিতে পাইলটসহ বসতে পারবেন ৫ জন। ২০২৩ সালের মধ্যে এর বাণিজ্যিক ব্যবহার শুরু হবে। আর ২০৪০ সালে মানুষের কছে খুব স্বাভাবিক বিষয় হয়ে উঠতে পারে এই ‘উড়ন্ত ট্যাক্সি’। ২,০০০ ফুট উপরে উড়তে সক্ষম এই ট্যাক্সি ঘন্টায় সর্বোচ্চ ২৯০ কিলোমিটার গতিতে ছুটতে পারবে। এছাড়া একটানা ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে যেতে পারবে। আর মাত্র ৫-৭ মিনিটেই এর ব্যাটারী চার্জ করা যাবে বলে দাবী করেছে হুন্দাই।