টেলিভিশন দেখা
শেষ হওয়ার পর সেটা ভাঁজ করে বা গোল পাকিয়ে রেখে দিলেন এক পাশে। শুনতে
কল্পকাহিনী মনে হ’লেও বাস্তবে এই প্রযুক্তি এখন নাগালের মধ্যেই। এরকম এক
টেলিভিশন ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে তৈরী করেছে নির্মাতা প্রতিষ্ঠান এলজি।
তাদের তৈরি ১৮ ইঞ্চি সাইজের এই টেলিভিশনের ডিসপ্লে এইচডি মানের। তবে এখন ৫৫
ইঞ্চি সাইজের এরকম টেলিভিশন তৈরীর পরিকল্পনা করছে। এই স্ক্রীন হবে ফোর-কে
মানের, অর্থাৎ এইচডি-র চেয়েও চারগুণ উন্নত। এলজি বলছে, ইচ্ছেমাফিক ডিসপ্লে
তৈরীতে খুব কাজে লাগবে এই স্ক্রীন। বিশেষ করে যারা ঘরে বা দোকানে এর জন্য
কোন জায়গা বরাদ্দ রাখতে চান না।