চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান প্রথমবারের মত যাত্রীবাহী ড্রোন তৈরী করতে সক্ষম হয়েছে। ‘১৮৪’ নামক একটি যাত্রীবাহী ড্রোনের প্রোটোটাইপটিকে বিশ্বের প্রথম যাত্রীবাহী ড্রোন বলে জানিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান ইহাং। চীনের বার্ষিক প্রযুক্তি কনভেনশনে ইহাংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, হেলিকপ্টার সদৃশ এক আসনবিশিষ্ট ঐ ড্রোনে যাত্রী ওঠার পর গন্তব্য ঠিক করে দিতে হবে। উড্ডয়ন আর অবতরণ ড্রোনটির এ দু’টি কাজ দু’টি বাটন দিয়ে নিয়ন্ত্রণ করবেন যাত্রী। বাকি সবই নিয়ন্ত্রণ করবে ড্রোনটির নিজস্ব সফটওয়্যার। এটি হেলিকপ্টারের মতো সোজাসুজি উড়বে আর অবতরণ করবে, এ কারণে এর কোন রানওয়ে প্রয়োজন হবে না। ঘণ্টায় সর্বোচ্চ ৬২ মাইল বেগে ছুটতে এবং ১১ হাযার ৪৮০ ফুট পর্যন্ত ওপরে উঠতে সক্ষম ড্রোনটি। লম্বায় ১৮ ফুট হ’লেও, এটি ভাঁজ করে পাঁচ ফুটের মধ্যে নামিয়ে আনা সম্ভব। ফলে খুব সহজেই গাড়ি রাখার পার্কিং স্পটেই এটি রাখা যাবে। যে কোন সমস্যা নযরে আসামাত্র ড্রোনটি মাটিতে অবতরণ করবে। তাই গাড়ি চালানোর চেয়ে ড্রোনটি নিরাপদ হবে বলে আশা করছে নির্মাতা প্রতিষ্ঠানটি। ড্রোনগুলির দাম হবে দুই থেকে তিন লাখ ডলার।






আরও
আরও
.