ঘড়ির অ্যালার্মের শব্দেও যাদের ঘুম ভাঙে না তাদের জন্য এবার এসেছে সত্যিকার দাওয়াই। মৃদু কম্পন ও তীব্র শব্দেও যদি ঘুম না ভাঙে, তবে এবার বৈদ্যুতিক শক দিয়েই ঘুম থেকে জাগিয়ে দেওয়া হবে। সময়মতো জাগানোর এই দায়িত্ব পালন করবে একটি ঘড়ি। হাতে পরার নতুন প্রযুক্তির এই স্মার্ট ঘড়ির নাম ‘শক ক্লক’। এই ঘড়ি বানিয়েছে প্যাভলক নামের একটি প্রতিষ্ঠান। নির্মাতাদের দাবী, অ্যালার্মের সময় হাতে থাকা ঘড়িটি প্রথমে কেঁপে উঠবে। এতে ঘুম না ভাঙলে ‘বিপ বিপ’ শব্দ করবে। এতেও যদি কাজ না হয়, তাহ’লে দেওয়া হবে বৈদ্যুতিক শক! এমন ধরনের বৈদ্যুতিক শক দেওয়া হবে, যা শুধু অস্বস্তি তৈরী করবে। কিন্তু শরীরের কোন ক্ষতি করবে না। আর এভাবে কয়েক দিন চলতে থাকলে, একসময় ব্যবহারকারীর আর তৃতীয় ধাপ পর্যন্ত যেতে হবে না, প্রাথমিক কম্পনেই ঘুম ভেঙে যাবে বলে আশা করছেন ঘড়ির নির্মাতারা।






আরও
আরও
.