দুবাইয়ে
কর্মরত ক্লিনার তাহের আলী প্রতিদিনের মত কাজে ব্যস্ত। হঠাৎ এক পার্কিং
এলাকায় একটি পড়ে থাকা ব্যাগ পেয়ে খুলে দেখেন তাতে ১৫ কেজি সোনা। যার মূল্য
বাংলাদেশী মুদ্রায় ১৬ কোটি টাকার বেশী। তিনি সেটি ফেরত দিয়ে আসেন যথাযথ
কর্তৃপক্ষের নিকটে। তার এমন সততায় সড়ক ও পরিবহন কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে
সম্মানিত করা হয়।
[কেবলমাত্র আল্লাহভীরুতাই মানুষকে সত্যিকারের মানুষে পরিণত করতে পারে। তাহের আলী তার উজ্জ্বল দৃষ্টান্ত। আল্লাহ তাকে ইহকালে ও পরকালে উত্তম জাযা দান করুন! সেই সাথে তার মাধ্যমে বাংলাদেশের মুখ উজ্জ্বল হওয়ায় আমরা তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি (স.স.)]