বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধসহ মোট ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর সংখ্যা ১২ শতাংশ। কিন্তু সরকারী চাকুরীতে তাদের অংশগ্রহণ মোট ২৫ শতাংশ। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেত্রী প্রিয়া সাহা সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের কাছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের যে মিথ্যা অভিযোগ পেশ করেছেন তার প্রতিবাদে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন একথা জানিয়েছেন। গত ২১ জুলাই যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেওর উদ্যোগে তিন দিনব্যাপী ‘ধর্মীয় স্বাধীনতায় অগ্রগতি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, ‘প্রিয়া সাহা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে যে অভিযোগ করেছেন তা একেবারেই মিথ্যা এবং বিশেষ মতলবে এমন উদ্ভট কথা বলেছেন। আমি এমন আচরণের নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি’।






আরও
আরও
.