চেক প্রজাতন্ত্রের সাবেক বিশ্ব সুন্দরী মার্কেটা কোরিনকোভা খ্রিষ্ট ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং নিজের নাম বদল করে রেখেছেন মরিয়ম। এ সম্পর্কে তিনি বলেন, এতদিন খ্রিষ্ট ধর্মের অনুসারী হিসাবে জীবন যাপনের জন্য আজ তিনি অনুতপ্ত। তিনি জানান, ইসলাম ধর্মে নারীকে দেয়া অধিকার ও মর্যাদা তাকে এই ধর্ম গ্রহণে উদ্বুদ্ধ করেছে। দুবাইয়ে এক প্রকাশ্য ঘোষণার মাধ্যমে তিনি ইসলাম ধর্ম গ্রহণের কথা জানান। একজন বিখ্যাত প্রোডাকশন ডিজাইনার, সুপার মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী মার্কেটা কোরিনকোভার এই ঘোষণা তার ভক্ত-অনুরক্তদের বিস্মিত করেছে। মিস ওয়ার্ল্ড খেতাব পাওয়ার পর তিনি বিরাট উচ্চতায় উঠে যান এবং আন্তর্জাতিকভাবে ব্যাপক পরিচিতি লাভ করেন। আর বিপুল বিত্তের মালিক হন। কিন্তু তার ভাষ্য, সবকিছু পাওয়া সত্ত্বেও তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। মানসিক অসুস্থতা থেকে মুক্তি পেতে তিনি সবকিছুই করেছেন। মদ্যপান, গান-বাজনা, জুয়া খেলা, খ্রিষ্টধর্ম নিয়ে ব্যাপক পড়াশুনা কি করেননি! কিন্তু কোথাও মানসিক শান্তি খুঁজে পাননি। অতঃপর শুরু করেন ইসলাম নিয়ে পড়াশোনা। তিন বছরের নিরন্তর গবেষণায় তার চোখ খুলে যায়। মুসলিম হওয়ার সিদ্ধান্ত নেন। দেশ ছেড়ে দুবাইয়ে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। তার মতে, ইসলামই নারীকে সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দিয়েছে আর পশ্চিমা বিশ্ব স্বাধীনতার নামে মহিলাদের নিয়ে খেলা করছে। 

তিনি অনুভূতি ব্যক্ত করে বলেন, দীর্ঘদিন ধরে তার মনের মধ্যে একটি বোঝা অনুভব করছিলেন এবং কোন কারণ ছাড়াই তার মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছিল। ইসলামের পবিত্র কালেমা (লা ইলাহা ইল্লাল্লাহ) পাঠ করার সঙ্গে সঙ্গে মনের সেই অস্থিরতা নিমিষেই দূর হয়ে যায়। ফালিল্লাহিল হামদ। 

[আমরা উক্ত বোনটিকে আমৃত্যু ইসলামের উপর দৃঢ় থাকার জন্য আল্লাহ্র নিকট দো‘আ করছি। সাথে সাথে যে দুবাই এখন বিদেশী নগ্ন নারীদের অবাধ বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে, সেই দুবাই এসে একজন নও মুসলিম বিদেশী নারী স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। এতে দুবাইয়ের মুসলিম শাসকরা নগ্নতার বিরুদ্ধে কঠোর হবেন কি? (স.স.)]





স্বদেশ-বিদেশ
রাসূলুল্লাহ (ছা.)-এর ব্যঙ্গচিত্র অঙ্কনকারী সুইডিশ কার্টুনিস্ট-এর আগুনে পুড়ে মৃত্যু
স্বদেশ-বিদেশ
যুদ্ধের চেয়ে আত্মহত্যা করেছে ৪ গুণ বেশী মার্কিন সেনা
জাদুকরী মাছের ব্যাংক হালদা সংরক্ষণে চাই সম্মিলিত উদ্যোগ
বৃটিশ জার্নালের রিপোর্ট : মহামারীতে ছিয়াম রাখা নিরাপদ
মস্তিষ্কে জ্যান্ত কৃমির সন্ধান!
বিএসএমএমইউতে প্রথমবারের লিভার ট্রান্সপ্লান্ট সম্পন্ন
ব্যাংকে টাকা রাখলে প্রতি বছর দুই শতাংশ কমবে
দু’লাখ রোহিঙ্গাকে সামরিক প্রশিক্ষণ দেয়া দরকার - -মেজর জেনারেল (অব.) ফযলুর রহমান
বন্যায় ৭৪ জনের প্রাণহানি, সাড়ে ৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, ৬ হাযার কি.মি. সড়ক সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত
উড়োজাহায বিধ্বস্তের ৪০ দিন পর আমাজন জঙ্গল থেকে ৪ শিশুকে জীবিত উদ্ধার
আরও
আরও
.