পারিবারিক সমস্যার কারণে হতাশায় ভুগছেন চোরাচালান, খুন, অপহরণ প্রভৃতি অপকর্মের জন্য কুখ্যাত মাফিয়া ডন ধনকুবের দাউদ ইব্রাহীম। তার মৃত্যুর পর এই ‘বিশাল সাম্রাজ্য’ কে সামলাবে, তা নিয়ে চিন্তিত তিনি। এমনটাই জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। সম্প্রতি চাঁদাবাজির মামলায় গ্রেফতার হওয়া দাউদ ইব্রাহীমের ছোট ভাই ইকবাল ইব্রাহীম কাসকার জিজ্ঞাসাবাদকালে পুলিশকে এসব তথ্য দিয়েছে।
সে জানিয়েছে, দাউদ তার বিশাল সাম্রাজ্যের কি হবে তা নিয়ে দারূণ হতাশায় রয়েছে। একমাত্র ছেলে মঈন নওয়ায ডি কাসকার ব্যতীত বর্তমানে দায়িত্ব নেওয়ার মত কেউ নেই। অথচ ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক পুত্র মঈন তো একজন সম্মানিত ও প্রতিষ্ঠিত মাওলানা। তিনি কুরআনের হাফেয। এমনকি জাঁকজমকপূর্ণ জীবন থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। করাচীর অভিজাত ক্লিফটন এলাকার বিলাসবহুল বাংলো ছেড়ে তিনি মসজিদের পাশে কর্তৃপক্ষের বরাদ্দকৃত ছোট্ট একটি বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে থাকেন। আগে পিতার ব্যবসায় কিছুটা সাহায্য করলেও আস্তে আস্তে ধর্মের দিকে ঝুঁকে পড়েন তিনি। নিয়ম অনুযায়ী, তার উত্তরসূরী হওয়ার কথা থাকলেও পিতার এই সম্পত্তির প্রতি সামান্য কোন আগ্রহ তার নেই। বরং তিনি মনে করেন, পিতার এই কার্যকলাপ তাদের পুরো পরিবারকে বিশ্বব্যাপী একটি কুখ্যাতি এনে দিয়েছে। এজন্য তাঁদের পৃথিবীর সর্বত্র পালিয়ে বেড়াতে হয়।
[হে লোভী মানুষ! তোমরা এ থেকে শিক্ষা গ্রহণ কর এবং সর্বাবস্থায় আল্লাহকে ভয় কর (স.স.)]