আন্দোলন
আমীরে জামা‘আতের ঢাকা সফর
গত ৩০শে এপ্রিল হ’তে ৪ঠা মে পর্যন্ত মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব সাংগঠনিক বিভিন্ন কাজে ঢাকা সফর করেন। ৩০শে এপ্রিল বিকাল ৩-টা ১০ মিনিটের ইউএস বাংলা বেসরকারী এয়ারলাইন্স যোগে রাজশাহী হ’তে রওয়ানা হয়ে ৩-টা ৫০ মিনিটে ঢাকা বিমান বন্দরে অবতরণ করেন। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র প্রভাষক মুহাম্মাদ আশরাফুল ইসলাম।
মাওলানা মহিউদ্দীন খানের শয্যাপাশে আমীরে জামা‘আত : ঢাকা পৌঁছে মুহতারাম আমীরে জামা‘আত শাহবাগস্থ ইবরাহীম কার্ডিয়াক হাসপাতালের ভিআইপি ক্যাবিনে শয্যাশায়ী মাসিক মদীনা পত্রিকার প্রখ্যাত সম্পাদক মাওলানা মহিউদ্দীন খানকে দেখতে যান। দীর্ঘদিন যাবত অসুস্থ বাকরুদ্ধ মাওলানা মহিউদ্দীন খাঁন ইশারায় আমীরে জামা‘আতের সাথে সালাম বিনিময় করেন। আমীরে জামা‘আত তাঁর চিকিৎসার খোঁজ-খবর নেন এবং মহান আল্লাহর নিকটে তাঁর জন্য দো‘আ করেন। এ সময় তাঁর পুত্র মুছতফা মঈনুদ্দীন ও অন্যান্য শুভাকাঙ্খীগণ কক্ষের বাইরে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৫ সালে চারদলীয় জোট সরকার কর্তৃক ‘আন্দোলন’-এর নেতৃবৃন্দের উপরে কারানির্যাতন নেমে এলে মাওলানা মহিউদ্দীন খান আমীরে জামা‘আত ও নেতৃবৃন্দের মুক্তির পক্ষে জোরালো ভূমিকা পালন করেন।
দায়িত্বশীল বৈঠক \ বংশাল, ঢাকা ১লা মে রবিবার: অদ্য বাদ মাগরিব বংশালস্থ যেলা কার্যালয়ে ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র কর্মপরিষদ সদস্যদের সমন্বয়ে এক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়। যেলা আন্দোলন -এর সভাপতি জনাব মুহাম্মাদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে মুহতারাম আমীরে জামা‘আত সমবেত দায়িত্বশীলগণকে সর্বাধিক দায়িত্বসচেতনতার সাথে সাংগঠনিক কাজ করার জন্য আহবান জানান।
আলোচনা সভা \ ৩রা মে মঙ্গলবার : অদ্য বাদ মাগরিব ঢাকার লালমাটিয়া ওয়াসা সংলগ্ন ‘সারেন্ডার্ড ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট’ মিলনায়তনে অত্র প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত বলেন, বিশ্বাস ও কর্মের প্রাথমিক ভিত গড়ার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেই সাথে স্ব স্ব পরিবার ও সমাজ সংস্কারে অভিভাবকদের দায়িত্ব সচেতন হওয়া আবশ্যক। তিনি ছাত্র-শিক্ষক-অভিভাবক সবাইকে তাওহীদ, রিসালাত ও আখেরাতের চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্ব স্ব দায়িত্ব পালনের আহবান জানান।
এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য ও ঢাকা যেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক কাযী হারূনুর রশীদ, কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন। অনুষ্ঠানে উক্ত ইনস্টিটিউটের পরিচালক কাযী ইউসুফ জাহানকে আহবায়ক ও লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল এন্ড কলেজের প্রভাষক জনাব আশরাফুল ইসলামকে যুগ্ম আহবায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট মোহাম্মাদপুর-মীরপুর এলাকা ‘আন্দোলন’-এর আহবায়ক কমিটি গঠন করা হয়।
পরদিন ৪ঠা মে বুধবার একই বেসরকারী ফ্লাইটে তিনি বিকাল পৌনে ৩-টায় রাজশাহী ফিরে আসেন।
আমীরে জামা‘আতের সাতক্ষীরা সফর
ঢাকা সফর শেষে সপ্তাহকাল অসুস্থ থাকার পর পূর্ব ঘোষিত প্রোগ্রাম অনুযায়ী যেলা সম্মেলনে যোগদান উপলক্ষ্যে মুহতারাম আমীরে জামা‘আত ১৩ই মে শুক্রবার সকালে রাজশাহী থেকে ট্রেন যোগে যশোর রওয়ানা হন।
জুম‘আর খুৎবা : রাজশাহী হ’তে সাতক্ষীরা যাওয়ার পথে যশোর যেলা ‘আন্দোলন’-এর নেতৃবৃন্দের আমন্ত্রণে আমীরে জামা‘আত ট্রেন থেকে নেমে জুম‘আর ছালাত আদায়ের জন্য তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত শহরের আল্লাহর দান আহলেহাদীছ জামে মসজিদে গমন করেন। অতঃপর সেখানে প্রদত্ত জুম‘আর খুৎবায় সমবেত মুছল্লীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা ঈমান ও আমলে ছালেহ করে, তারা চিরকাল জান্নাতে থাকবে। পক্ষান্তরে যারা আল্লাহর আয়াত সমূহকে মিথ্যা বলে ও তা দম্ভভরে প্রত্যাখ্যান করে, তাদের পক্ষে জান্নাতে প্রবেশ ঐরূপ অসম্ভব, যেরূপ সূঁচের ছিদ্রপথে উটের প্রবেশ অসম্ভব। তিনি বলেন, ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ দৃঢ় ঈমানদার ও সৎকর্মশীল কিছু কর্মী গড়তে চায়। যারা সবকিছু ত্যাগের বিনিময়ে জান্নাত লাভের উদগ্র বাসনা নিয়ে সমাজ সংস্কারে আত্মনিয়োগ করে। তিনি কুসংস্কারাচ্ছন্ন সমাজকে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে পরিচ্ছন্ন করার কঠিন জিহাদে জামা‘আতবদ্ধভাবে এগিয়ে আসার জন্য মুছল্লীদের প্রতি আহবান জানান।
ছালাত শেষে মসজিদটি দো’তলা করার জন্য তিনি মুছল্লীদের প্রতি আহবান জানান এবং প্রথমেই নিজের ব্যক্তিগত অনুদান ঘোষণা করেন। ফলে মুছল্লীগণের পক্ষ হ’তে তাৎক্ষণিকভাবে লক্ষাধিক টাকার ওয়াদা পাওয়া যায়। অতঃপর মসজিদের পরিচালনা ও নির্মাণ কমিটি ঘোষণা করা হয়।
জুম‘আর ছালাত শেষে বেলা ২-টায় রওয়ানা হয়ে বিকাল সাড়ে ৩-টায় তিনি সাতক্ষীরা বাঁকাল মারকাযে পৌঁছেন। ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা আলহাজ্জ আব্দুর রহমান সাতক্ষীরা হ’তে মাইক্রো নিয়ে আমীরে জামা‘আত ও তাঁর সফরসঙ্গীদের অভ্যর্থনা জানানোর জন্য যশোর গমন করেন।
যেলা সম্মেলন \ সাতক্ষীরা
সার্বিক জীবনে তাওহীদ প্রতিষ্ঠায় এগিয়ে আসুন!
-মুহতারাম আমীরে জামা‘আত
সাতক্ষীরা, ১৩ই মে শুক্রবার: অদ্য বাদ আছর হ’তে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সাতক্ষীরা যেলার উদ্যোগে শহরের ঐতিহ্যবাহী আব্দুর রাযযাক পার্কে অনুষ্ঠিত যেলা সম্মেলনে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত আহবান জানান। তিনি বলেন, নূহ (আঃ) থেকে মুহাম্মাদ (ছাঃ) পর্যন্ত সকল নবী-রাসূল মানুষকে শয়তানের দাসত্ব হ’তে আল্লাহর দাসত্বে ফিরিয়ে আনার আহবান জানিয়েছেন। কিন্তু এ দাওয়াত মুশরিকদের উপর খুবই ভারি। তাই তারা পদে পদে বাধা দিয়ে থাকে। তিনি বলেন, ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ এ দেশের সমাজ জীবনকে তাওহীদের আলোকে আলোকিত করতে চায় এবং সর্বত্র আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করতে চায়। তিনি উক্ত লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার, খুলনা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম, সাতক্ষীরা পৌর এলাকা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক মাওলানা নূরুল ইসলাম, সাতক্ষীরা সদর উপযেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক আব্দুল্লাহ বিন আব্দুল হালীম প্রমুখ। সম্মেলনে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক জনাব গোলাম মুক্তাদির, কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক শেখ রফীকুল ইসলাম, মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল (পাবনা), রাজশাহী মহানগর ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক ডা. সিরাজুল হক, মেহেরপুর যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক তরীকুযযামান ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। সম্মেলনে প্রতিবারের ন্যায় এবারও বিপুল সংখ্যক শ্রোতৃবৃন্দের সমাবেশ ঘটে। মহিলাদের জন্য পৃথকভাবে বিশাল প্যান্ডেল করা হয়। উভয় প্যান্ডেলই ছিল কানায় কানায় ভরা।
সড়ক দুর্ঘটনায় আহত নেতৃবৃন্দ :
সাতক্ষীরা যেলা সম্মেলন শেষ করে মেহেরপুর থেকে আগত মাইক্রোটি ফেরার পথে যশোর শহরের চাঁচড়া মোড়ের ৩ কি.মি. পূর্বে রাত দেড়টার দিকে সড়ক দুর্ঘটনায় পতিত হয়। মাইক্রোর বিকল চাকা মেরামতের জন্য সড়কের একপাশে দাঁড়িয়ে একটি পুলিশ ভ্যানের পরিচিত পুলিশ সদস্যদের সাথে পরামর্শ করা অবস্থায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান রং সাইডে এসে দাঁড়িয়ে থাকা পুলিশের ভ্যানকে সজোরে ধাক্কা মারে। তাতে পুলিশ ভ্যান ও মাইক্রোর মাঝখানে দাঁড়িয়ে থাকা সকলেই আঘাতপ্রাপ্ত হয়ে চারদিকে ছিটকে পড়েন। এতে চারজন পুলিশ সদস্য সহ মারাত্মভাবে আহত হন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার ও ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য ও মেহেরপুর যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ তরীকুযযামান। মাইক্রোর অন্যান্য যাত্রীগণও কমবেশী আহত হন। তরীকুযযামানের বাম হাতের কনুই ও কব্জির মাঝখানের হাড় ভেঙ্গে যায় এবং পিঠের বাম দিকে বিশাল ক্ষতের সৃষ্টি হয়। আব্দুর রশীদ আখতারের মুখমন্ডল কঠিনভাবে আঘাতপ্রাপ্ত হয়। উভয়ের দেহ থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরতে থাকে। তবে ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম অক্ষত থাকেন। সকলের আর্তচিৎকারে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। আশপাশের ঘুমন্ত মানুষ দ্রুত ছুটে আসেন ও সাধ্যমত প্রয়োজনীয় সেবা দান করেন। ইতিমধ্যে পুলিশের এ্যাম্বুলেন্স এসে তাদের সবাইকে তাৎক্ষণিকভাবে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়।
সংবাদ পেয়ে যশোর যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র দায়িত্বশীলগণ হাসপাতালে ছুটে আসেন এবং প্রয়োজনীয় সেবা-শুশ্রূষা প্রদান করেন। অতঃপর মোবাইল যোগে সাতক্ষীরা থেকে আমীরে জামা‘আতের নির্দেশক্রমে সকাল ১০-টায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আহতদের মধ্যে ছিলেন মেহেরপুর যেলা আন্দোলন-এর সহ-সভাপতি আলহাজ্জ হাসানুল্লাহ (৫৪) ও গাংনী উপযেলা আন্দোলন-এর দফতর সম্পাদক আনীসুর রহমান ওরফে আবু মোল্লা (৫০)। এছাড়া ড্রাইভার ও যুবসংঘের সাবেক কর্মী মুহাদ্দিছ আলী সামান্য আহত হন। তারা সকলে রাতেই মেহেরপুর ফিরে যান।
সেক্রেটারী জেনারেল অধ্যাপক নূরুল ইসলাম আহত দুই কর্মী জনাব তরীকুযযমান ও আব্দুর রশীদ আখতারকে নিয়ে এ্যাম্বুলেন্স যোগে পরদিন শনিবার বিকাল সোয়া ৪-টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে যান। এ সময় বাগেরহাটের মোল্লাহাট জালসা থেকে ফেরার পথে ‘আহলেহাদীছ যুবসংঘে’র সাবেক কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন তাদের সফরসঙ্গী ছিলেন।
হাসপাতাল গেইটে পূর্ব থেকেই অপেক্ষারত ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র কর্মীগণ তাদেরকে সাদর অভ্যর্থনা ও সমবেদনা জানান। অতঃপর হিতাকাঙ্খী চিকিৎসকদের দ্রুত ব্যবস্থাপনায় আব্দুর রশীদ আখতারকে ক্যাজুয়ালটি বিভাগে ও তরীকুযযামানকে অথোপেডিক সার্জারী বিভাগে ক্যাবিনে ভর্তি করা হয়।
পরদিন ১৫ই মে রবিবার দুপুরে সাতক্ষীরা থেকে যশোর হয়ে ট্রেন যোগে রাজশাহী নেমেই মুহতারাম আমীরে জামা‘আত সরাসরি হাসপাতালে গমন করেন ও রোগীদের শয্যাপাশে অবস্থান করেন। তিনি ডাক্তারদের নিকট চিকিৎসার খোঁজ-খবর নেন। পরদিন সোমবার বাদ যোহর রিলিজ নিয়ে কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার মারকাযে আসেন এবং ছাত্র-শিক্ষক ও কর্মীদের মাঝে কিছুক্ষণ অবস্থান করেন। অতঃপর আমীরে জামা‘আতের দো‘আ নিয়ে বিকেল ৫-৫০ মিনিটে রিজার্ভ মাইক্রো যোগে কুষ্টিয়ার দৌলতপুরে নিজ বাসস্থানের উদ্দেশ্যে রওয়ানা হন এবং ৩ ঘণ্টা পর ছহীহ-সালামতে বাড়ীতে পৌঁছে যান। বর্তমানে তিনি বাড়ীতেই শয্যাশায়ী অবস্থায় চিকিৎসারত আছেন। তিনি সকলের দো‘আ প্রার্থী।
শূরা সদস্য জনাব তরীকুযযামান (৪৫) বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নং ওয়ার্ডে ১০৫ নং কক্ষে ১ নং পেয়িং বেডে চিকিৎসারত আছেন। আঘাত বেশী হওয়ায় এবং ডায়বেটিস ধরা পড়ায় তাঁর চিকিৎসা সম্ভবতঃ দীর্ঘায়িত হবে। আল্লাহ তাদেরকে আল্লাহর পথে আহত হওয়ার উত্তম বিনিময় দান করুন- আমীন!
প্রশিক্ষণ
পোড়াগ্রাম, নবাবগঞ্জ, দিনাজপুর ২১শে এপ্রিল বৃহস্পতিবার : অদ্য সকাল ১০-টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপযেলার পোড়াগ্রাম আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ দিনাজপুর-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। স্থানীয় মাওলানা ইয়াসীন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহাম্মাদ মুখতারুল ইসলাম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল ওয়াহ্হাব শাহ্, ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজের প্রভাষক মুহাম্মাদ আব্দুল কাদের ও মুহাম্মাদ রূহুল আমীন প্রমুখ।
পাকুড়িয়া, নবাবগঞ্জ, দিনাজপুর ২২শে এপ্রিল শুক্রবার : অদ্য সকাল ৯-টায় যেলার নবাবগঞ্জ উপযেলাধীন পাকুড়িয়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ দিনাজপুর-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল ওয়াহ্হাব শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুখতারুল ইসলাম।
গোদাগাড়ী, রাজশাহী ২৮শে এপ্রিল বৃহস্পতিবার : অদ্য সকাল ১১ ঘটিকা হ’তে দিনব্যাপী ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলার গোদাগাড়ী উপযেলার উদ্যোগে স্থানীয় রেলবাজার আহলেহাদীছ জামে মসজিদে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক মাওলানা দুররুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা দুররুল হুদা। প্রশিক্ষণের সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা তোফাযযল হোসাইন।
পাঁজরভাঙ্গা, মান্দা, নওগাঁ-পূর্ব ১লা মে রবিবার : অদ্য সকাল ৯-টায় পাঁজরভাঙ্গা বাজার কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। নওগাঁ-পূর্ব যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, দফতর ও যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম।
বাগডোব, মহাদেবপুর, নওগাঁ-পূর্ব ১লা মে রবিবার : অদ্য বাদ মাগরিব বাগডোব আহলেহাদীছ জামে মসজিদে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি মোল্লা মুহাম্মাদ নাযিমুদ্দীন মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আফযাল হোসাইন ও প্রচার সম্পাদক মুহাম্মাদ আফযাল হোসাইন।
সাপাহার, নওগাঁ-পশ্চিম ২রা মে সোমবার : অদ্য সকাল ১০-টায় সাপাহার নূর আহলেহাদীছ জামে মসজিদে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। নওগাঁ-পশ্চিম যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডাঃ হাবীবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন নওগাঁ-পূর্ব যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আফযাল হোসাইন, ডাঃ মোজাফফর হোসাইন, মাওলানা আইনুল হক সালাফী ও জবাই মাদরাসার শিক্ষক মাওলানা দুরুল হুদা।
আদর্শবয়া, স্বরূপকাঠী, পিরোজপুর ৫ই মে বৃহস্পতিবার : অদ্য বাদ মাগরিব ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ পিরোজপুর যেলার উদ্যোগে স্বরূপকাঠী থানাধীন আদর্শবয়া আহলেহাদীছ জামে মসজিদে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক আব্দুল হামীদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা রেযাউল করীম ও প্রচার সম্পাদক মুহাম্মাদ মাহবূবুল আলম। অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় মেহমানগণ যেলা ‘আন্দোলন’-এর দায়িত্বশীলদের সাথে বৈঠকে মিলিত হন এবং তাদের উদ্দেশ্যে বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য পেশ করেন।
তাবলীগী সভা
ত্রিমোহিনী, মাদারটেক, ঢাকা ২৯শে এপ্রিল শুক্রবার: অদ্য বাদ মাগরিব মহানগরীর মাদারটেক এলাকাধীন ত্রিমোহিনী জোড়ভিটা কবরস্থান জামে মসজিদে এলাকা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক তাবলীগী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন মাদারটেক আহলেহাদীছ জামে মসজিদের খতীব মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল, ‘সোনামাণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুল্লাহ আল-মারূফ, সোনামণি ঢাকা যেলা পরিচালক মাওলানা আনীসুর রহমান প্রমুখ। ঢাকা যেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক কাযী হারূনুর রশীদ, মাদারটেক এলাকা ‘আন্দোলন’-এর সেক্রেটারী মুহাম্মাদ নাছীরুদ্দীন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ঢাকা যেলা ‘যুবসংঘে’র সাংগঠনিক সম্পাদক আলমগীর আযাদ সবুজ।
কালনী, নারায়ণগঞ্জ ৩০শে এপ্রিল শনিবার: অদ্য বাদ আছর যেলার পূর্বাচল এলাকা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র উদ্যোগে স্থানীয় কালনী কেন্দ্রীয় জামে মসজিদে এক তাবলীগী সভা অনুষ্ঠিত হয়। এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ ছালাহুদ্দীন মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তাবলীগী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক তাসলীম সরকার ও অর্থ সম্পাদক কাযী হারূনুর রশীদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ সম্পাদক হাফেয আব্দুল মতীন, সাংগঠনিক সম্পাদক এম.এ. কেরামত, যেলা ‘যুবসংঘে’র প্রশিক্ষণ সম্পাদক কামাল হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক নাজমুল হক প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন পূর্বাচল এলাকা ‘যুবসংঘে’র সভাপতি হাফেয মোশাররফ হোসাইন।
ধানীখোলা, ত্রিশাল, ময়মনসিংহ ৫ই মে বৃহস্পতিবার: অদ্য বাদ আছর যেলার ত্রিশাল থানাধীন ধানীখোলা চরকুমারীয়া মৃধাবাড়ী আহলেহাদীছ জামে মসজিদে এক তাবলীগী সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তাবলীগী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা সফীরুদ্দীন, যেলা ‘সোনামণি’ পরিচালক মুহাম্মাদ আলী প্রমুখ নেতৃবৃন্দ।
দায়িত্বশীল বৈঠক
পাঁচদোনা, নরসিংদী ৩০শে এপ্রিল শনিবার: অদ্য বাদ এশা যেলার পাঁচদোনা বাজার আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র উদ্যোগে এক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি কাযী আমীনুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক তাসলীম সরকার ও অর্থ সম্পাদক কাযী হারূনুর রশীদ।
যেলা পুনর্গঠন
মেহেন্দীগঞ্জ, বরিশাল ৬ই মে শুক্রবার : অদ্য বাদ জুম‘আ বরিশাল যেলার মেহেন্দীগঞ্জ থানাধীন উলানিয়া বাজার আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বরিশাল যেলার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম ও কেন্দ্রীয় শূরা সদস্য ও পিরোজপুর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক আব্দুল হামীদ। অনুষ্ঠানে মাওলানা আব্দুল খালেককে সভাপতি ও মঞ্জুরুল আবেদীনকে সাধারণ সম্পাদক করে বরিশাল-পূর্ব যেলা ‘আন্দোলন’-এর কমিটি পুনর্গঠন করা হয়।
যুবসংঘ
ছাত্র সমাবেশ
কলারোয়া, সাতক্ষীরা ২রা এপ্রিল শনিবার : অদ্য সকাল সাড়ে ৯-টায় কলারোয়া আহলেহাদীছ জামে মসজিদ কমপ্লেক্সে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ কলারোয়া উপযেলার উদ্যোগে দাখিল ও এসএসসি পরীক্ষার ফলপ্রার্থী ছাত্রদের নিয়ে এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। উপযেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার। বিশেষ অতিথি ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবুল বাশার আব্দুল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন, যেলা ‘আন্দোলন’-এর সেক্রেটারী মাওলানা আলতাফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শাহীদুযযামান ফারূক, কলারোয়া উপযেলা ‘আন্দোলন’-এর সেক্রেটারী অধ্যাপক মোখলেছুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক হাফেয গোলাম রহমান ও কলারোয়া এলাকা ‘আন্দোলনে’র সভাপতি মুহাম্মাদ ক্বামারুযযামান মাষ্টার, কাকডাঙ্গা এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি আনওয়ার ইলাহী, সাতক্ষীরা যেলা ‘যুবসংঘে’র সভাপতি আব্দুল্লাহ আল-মামূন, প্রচার সম্পাদক মুজাহিদুর রহমান প্রমুখ। সমাবেশে শতাধিক ছাত্র উপস্থিত ছিল। তাদেরকে সংগঠনের পক্ষ হ’তে বই উপহার দেওয়া হয়।
কর্মী সমাবেশ
কলারোয়া, সাতক্ষীরা ১৬ই এপ্রিল শনিবার : অদ্য বিকাল সাড়ে ৪-টায় কলারোয়া আহলেহাদীছ জামে মসজিদ কমপ্লেক্সে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ কলারোয়া এলাকার উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। কলারোয়া এলাকা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মাদ নযরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপযেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক অধ্যাপক আল-মামূন, এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ ক্বামারুযযামান মাষ্টার। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা রবীউল হক, প্রচার সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ মুহসিন ও প্রশিক্ষণ সম্পাদক হাফেয গোলাম রহমান।
গাযীপুর ১লা মে রবিবার : অদ্য বাদ যোহর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ গাযীপুর যেলার উদ্যোগে মণিপুর আহলেহাদীছ জামে মসজিদে এক যুবসমাবেশ ও সংক্ষিপ্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক জনাব মুহাম্মাদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ জামীলুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ বেলাল হোসাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘে’র প্রচার সম্পাদক ইসমাঈল বিন আব্দুল গণী, অর্থ সম্পাদক শরীফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক রেযাউল করীম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম ও অত্র মসজিদের ইমাম যোবায়ের প্রমুখ।
মারকায সংবাদ
জুনিয়র বৃত্তি (৮ম শ্রেণী) : ২০১৫ সালের জুনিয়র দাখিল পরীক্ষায় বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া রাজশাহী থেকে ২ জন ছাত্র বৃত্তি লাভ করেছে। ১ জন ট্যালেন্টপুলে ও ১ জন সাধারণ গ্রেডে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ছাত্র হ’ল : আল-সাবাহ (গাইবান্ধা)। সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ছাত্র হল : মামূনুর রশীদ (রাজশাহী)। উল্লেখ্য, রাজশাহী যেলার বোয়ালিয়া (শাহমখদুম) থানার অন্তর্গত ১০টি মাদরাসার মধ্যে মোট বৃত্তিপ্রাপ্ত ছাত্র এ দু’জনই।
ইবতেদায়ী বৃত্তি (৫ম শ্রেণী) : ২০১৫ সালের ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কমপ্লেক্স-এর বালক ও বালিকা শাখা মিলে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৬ জন ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ১০ জন।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হ’ল :
১. আব্দুল্লাহ আল-জাবির (রাজশাহী), ২. মাহমূদুর রহমান (বগুড়া), ৩. সামুরা বিন নূরুল ইসলাম (রাজশাহী), ৪. তামান্না তাসনীম (কুড়িগ্রাম), ৫. হালীমা খাতুন (রাজশাহী) ও ৬. রুকাইয়া ইসলাম (দিনাজপুর)।
সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হ’ল :
১. শিহাব আলী (চাঁপাই নবাবগঞ্জ), ২. মুহাম্মাদ সুলাইমান (ঐ), ৩. তাসনীম আব্দুল্লাহ ফুয়াদ (রাজশাহী), ৪. মুহাম্মাদ শিহাবুদ্দীন (দিনাজপুর), ৫. তাবাস্সুম (কুমিল্লা), ৬. সুমাইয়া ইয়াসমীন (রাজশাহী), ৭. মুসাম্মাৎ আখতার নাসরীন (ঐ), ৮. আফসানা আখতার (ঐ), ৯. সা‘দিয়া (ঐ) ও ১০. ছাবীহা নাসরীন মুনীরা (সিরাজগঞ্জ)। উল্লেখ্য, রাজশাহী যেলার বোয়ালিয়া (শাহমখদুম) থানায় ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া ছাত্র-ছাত্রী মোট ৮ জন ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী মোট ১৬ জন। সর্বমোট ২৪ জনের মধ্যে ১৬ জনই অত্র প্রতিষ্ঠান হ’তে বৃত্তি লাভ করে।
দাখিল পরীক্ষার ফলাফল
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী : বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে ২০১৬ সালের দাখিল পরীক্ষায় এ বছর ৩৮ জন ছাত্র ও ১৭ জন ছাত্রী সহ মোট ৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তন্মধ্যে ১৪ জন জিপিএ ৫ (A+), ৪০ জন A ও ১ জন A- গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। উল্লেখ্য, এদের মধ্যে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে আসাদুল্লাহ আল-গালিব (কুষ্টিয়া)।
দারুল হাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ, বাঁকাল, সাতক্ষীরা : এ বছর দাখিল পরীক্ষায় ১২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তন্মধ্যে ১ জন জিপিএ ৫ (A+), ৭ জন A, এবং ৪ জন A- গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে।
মৃত্যু সংবাদ
‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নরসিংদী যেলার প্রধান উপদেষ্টা আলহাজ্জ সুরুজ মিয়া (৭০) ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ৫ই মার্চ’১৬ শুক্রবার দিবাগত রাত ২-টা ৪০ মিনিটে যেলার পাঁচদোনাস্থ নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজেঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। পরদিন বেলা ১১-টায় তার নিজগ্রাম চৌয়ার প্রস্তাবিত দাখিল মাদরাসা ময়দানে বড় ছেলে মুহাম্মাদ আব্দুস সাত্তারের ইমামতিতে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। অতঃপর চৌয়া সামাজিক গোরস্থানে তাকে দাফন করা হয়। জানাযায় যেলা ‘আন্দোলন’ ও ‘যু্বসংঘ’-এর নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
[আমরা তার রূহের মাগফেরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।- সম্পাদক]