‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর গবেষণা সহকারী ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ভাইস প্রিন্সিপাল নূরুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে পিএইচ.ডি. ডিগ্রি লাভ করেছেন। গত ২৭শে আগস্ট ২০১৭ তারিখে অনুষ্ঠিত রাবির ৪৭২তম সিন্ডিকেট সভায় তাঁর এই ডিগ্রি অনুমোদিত হয়। তাঁর পিএইচ.ডি. থিসিসের শিরোনাম ছিল ‘আহমাদ হাসান আয-যাইয়াত : আরবী প্রবন্ধে তাঁর অবদান’। তাঁর গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. এস. এম. আব্দুস সালাম এবং পরীক্ষক ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আরবী ও ফার্সী বিভাগের প্রফেসর ড. মুহাম্মাদ বদীউর রহমান ও ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল-হাদীছ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মুহাম্মাদ যাকির হুসাইন। তিনি রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানাধীন বড়বনগ্রাম (ভাড়ালীপাড়া) নিবাসী জনাব ঈমান আলীর জ্যেষ্ঠ পুত্র। তিনি সকলের দো‘আপ্রার্থী।






আরও
আরও
.