
১৮ই মার্চ মঙ্গলবার বুলারাটি, সাতক্ষীরা : অদ্য সকাল ৯-টায় ‘আহলেহাদীছ আন্দোলন’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিবের পরিত্যক্ত বাস্ত্তভিটার নিজস্ব জমিতে তাঁর পিতা মরহূম মাওলানা আহমাদ আলীর নামে পাঠাগার উদ্বোধন করা হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আলতাফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক শেখ রফীকুল ইসলাম এবং ‘আন্দোলন’, ‘যুবসংঘ’সহ অঙ্গ সংগঠনের দায়িত্বশীলবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।