নামোশংকরবাটি, চাঁপাই নবাবগঞ্জ ২৫শে এপ্রিল বৃহস্পতিবার : অদ্য
সকাল ৯-টায় যেলার সদর উপযেলাধীন নামোশংকরবাটি বড়িপাড়া আহলেহাদীছ জামে
মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ চাঁপাই নবাবগঞ্জ সদর উপযেলার উদ্যোগে
এক তাবলীগী সভা অনুষ্ঠিত হয়। ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি
মুহাম্মাদ আরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান
হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ
কাবীরুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব।
অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ
ইয়াসীন আলী, সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম, সদর উপযেলা
‘যুবসংঘ’-এর সভাপতি ওবায়দুল্লাহ, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল
মালেক প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন সদর উপযেলা ‘যুবসংঘ’-এর সাধারণ
সম্পাদক এমদাদুল হক।