(১) ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ঢাকা-উত্তর সাংগঠনিক যেলার সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল জববারের পিতা রাজশাহী বাগমারা কোন্দা গ্রামের ইবরাহীম হোসাইন (৯৫) গত ১১ই নভেম্বর দুপুর ২-টায় নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলায়হি রাজিউন। মৃত্যুকালে তিনি ৭ পুত্র ও ৪ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। পরদিন সকাল সাড়ে ৭-টায় বাড়ীর পার্শ্ববর্তী মাঠে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। অছিয়ত মোতাবেক তার ছোট ছেলে হাফেয গোলাম রববানী জানাযার ছালাতে ইমামতি করেন। অতঃপর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। রাজশাহী-পূর্ব যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা জনাব আইয়ূব আলী সরকার সহ বাগমারা উপযেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র দায়িত্বশীলগণ এবং বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ তার জানাযায় উপস্থিত ছিলেন।

(২) ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কুষ্টিয়া-পশ্চিম সাংগঠনিক যেলার সাবেক সমাজকল্যাণ সম্পাদক আনীসুর রহমান (৭৫) গত ১৩ই নভেম্বর বুধবার দুপুর ২-টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলায়হি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ৭ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। ঐদিন বাদ এশা দৌলতপুর থানাধীন লক্ষ্মীকোলা আহলেহাদীছ জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন মেহেরপুর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মানছূরুর রহমান। অতঃপর গ্রামের সামাজিক কবর স্থানে তাকে দাফন করা হয়। জানাযায় যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র দায়িত্বশীলগণ সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ তার জানাযায় উপস্থিত ছিলেন।

 [আমরা তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।-সম্পাদক]






আরও
আরও
.