রাজশাহী ১০ ও ১১ই জানুয়ারী বৃহস্পতি ও শুক্রবার :
গত ১০ ও ১১ই জানুয়ারী বৃহস্পতি ও শুক্রবার ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর
কেন্দ্রীয় উদ্যোগে আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়ার পূর্ব
পার্শ্বস্থ হলরুমে দুই দিনব্যাপী যেলা কর্মপরিষদ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ১ম
দিন সকাল পৌনে ৭-টায় প্রশিক্ষণ শুরু হয়ে দ্বিতীয় দিন জুম‘আর পূর্বে শেষ
হয়। ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আহমাদ আব্দুল্লাহ
ছাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত
ছিলেন মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব।
অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ
সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল
ইসলাম, প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, যুব-বিষয়ক সম্পাদক
অধ্যাপক আমীনুল ইসলাম, দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম,
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়ার ভাইস-প্রিন্সিপ্যাল ড. নুরুল
ইসলাম, ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার, কেন্দ্রীয়
সাধারণ সম্পাদক মুস্তাক্বীম আহমাদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, অর্থ
সম্পাদক আব্দুল্লাহিল কাফী, প্রচার সম্পাদক ইহসান ইলাহী যহীর, প্রশিক্ষণ
সম্পাদক মুহাম্মাদ আসাদুল্লাহ, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন
প্রমুখ। প্রশিক্ষণে কুইজ প্রতিযোগিতা ও উপস্থিত বক্তব্য পরিচালনা করেন,
কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীম আহমাদ সমাজকল্যাণ
সম্পাদক সা‘দ আহমাদ ও দফতর সম্পাদক মুহাম্মাদ আজমাল। প্রশিক্ষণে চট্টগ্রাম,
সিলেট, খুলনা, বরিশাল ও রংপুর বিভাগের বিভিন্ন যেলার দায়িত্বশীলগণ
অংশগ্রহণ করেন।