বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের একটি যৌক্তিক আন্দোলনের সফল পরিণতি এবং অন্যায়ভাবে জনগণের উপর নিপীড়নের অবশ্যম্ভাবী প্রতিফল হিসাবে সরকারের পতন হয়েছে বলে মন্তব্য করেছেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। এক বিবৃতিতে তিনি এই অভ্যূত্থানে নিহত-আহত শিক্ষার্থী ও জনতা এবং তাদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আল্লাহর নিকটে উত্তম প্রতিদান কামনা করেন। তিনি সকল পক্ষকে যাবতীয় সহিংসতা, প্রতিহিংসা ও প্রতিপক্ষের প্রতি অন্যায় হামলা পরিহার করে ধৈর্য ও সহনশীলতার সাথে এবং ঐক্যবদ্ধভাবে দেশকে নতুনভাবে গড়ার প্রস্ত্ততি নিতে আহবান জানান।

তিনি বর্তমান পরিস্থিতিতে জাতীয় সরকার গঠনের নয়া রূপরেখা হিসাবে একটি অংশগ্রহণমূলক সার্বজনীন নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করার জন্য আহবান জানান। এক্ষেত্রে তিনি নিম্নোক্ত প্রস্তাব সমূহ পেশ করেন- (১) রাষ্ট্রের গুণী ও বিচক্ষণ ব্যক্তিদের পরামর্শক্রমে একজন যোগ্য রাষ্ট্রপ্রধান নির্বাচন করা হৌক। (২) দল ও প্রার্থীবিহীন নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করা হৌক। (৩) সরকারী ও বিরোধী দলীয় প্রথা বাতিল করা হৌক। (৪) প্রয়োজনবোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ ফোরামে মেধা, যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রতিনিধি মনোনয়ন ব্যবস্থা প্রবর্তন করা হৌক। (৫) নেতৃত্ব সৃষ্টি এবং প্রতিভা বিকাশের জন্য বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক এবং অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সংগঠন সমূহকে মূল্যায়ন করা হৌক। (৬) শিক্ষা প্রতিষ্ঠান সমূহে প্রচলিত শিক্ষক ও ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হৌক এবং সেখানে পড়াশুনা ও গবেষণার শান্ত পরিবেশ নিশ্চিত করা হৌক (দৈনিক ইনকিলাব, ৭ই আগস্ট’২৪-এ প্রকাশিত)







সংগঠন সংবাদ
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর যেলা সমূহ পুনর্গঠন (২০২৩-২০২৫ সেশন)
জামা‘আতবদ্ধভাবে দাওয়াতী ময়দানে ঝাঁপিয়ে পড়ুন! (বার্ষিক কর্মী সম্মেলন ২০২২, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
প্রশিক্ষণ
সংগঠন সংবাদ
চলে গেলেন মারকাযী জমঈয়তে আহলেহাদীছ পাকিস্তানের সিনিয়র নায়েবে আমীর
আত-তাহরীক পাঠক ফোরামের কমিটি গঠন
ছালাতুল কুসূফ বা সূর্যগ্রহণের ছালাত আদায়
অন্যান্য
হজ্জব্রত পালনের উদ্দেশ্যে ‘আন্দোলন’-এর নেতৃবৃন্দের সঊদী আরব গমন
মারকায পরিদর্শনে ‘মাদ্রাসা শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান (মারকায সংবাদ)
পার্থিব তাড়না দমন করে আখেরাতের পাথেয় সঞ্চয়ে ব্রতী হও
আরও
আরও
.