হাদীছ ফাউন্ডেশন পাঠাগার উদ্বোধন

সিলেট ৫ই জুন বরিবার : অদ্য বিকাল সাড়ে ৪-টায় সিলেট শহরের প্রাণকেন্দ্র শাহী ঈদগাহ সংলগ্ন ধানসিঁড়িতে ‘হাদীছ ফাউন্ডেশন পাঠাগার’ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ফয়যুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও ‘আত-তাহরীক টিভি’-এর অনুষ্ঠান পরিচালক মুহাম্মাদ শরীফুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য পেশ করেন ‘আত-তাকওয়া’ মসজিদ ও ইসলামিক সেন্টার সিলেট’-এর সেক্রেটারী জনাব কালাম আহমাদ চৌধুরী। কেন্দ্রীয় মেহমানগণ তাদের বক্তব্যে বিশুদ্ধ সমাজ গঠনে হাদীছ ফাউন্ডেশন পাঠাগারের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি আহলেহাদীছদের আক্বীদা ও সমাজ সংস্কারে জামা‘আতবদ্ধ প্রচেষ্টার গুরুত্বও তুলে ধরেন।

তা‘লীমী বৈঠক

পতেঙ্গা, চট্টগ্রাম ২০শে মে শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার উত্তর পতেঙ্গাস্থ আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কমপ্লেক্স জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে সাপ্তাহিক তা‘লীমী বৈঠক অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ শেখ সা‘দীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তা‘লীমী বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও অর্থ সম্পাদক বাহারুল ইসলাম। উল্লেখ্য যে, তা‘লীমী বৈঠকের আগে কেন্দ্রীয় মেহমান ড. সাখাওয়াত হোসাইন উক্ত মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন।

মসজিদ উদ্বোধন

দর্শনা, চুয়াডাঙ্গা ২৭শে মে শুক্রবার : অদ্য জুম‘আর ছালাতের মাধ্যমে যেলার দর্শনা থানাধীন বড়শলুয়া আল-আকছা আহলেহাদীছ জামে মসজিদ উদ্বোধন করা হয়। ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন জুম‘আর খুৎবা প্রদান করেন। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ সাঈদুর রহমান ও যেলা ‘যুবসংঘে’র সভাপতি হাবীবুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ জুম‘আর ছালাতে উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, গত এক বছর আগে এটি ওয়াক্তিয়া মসজিদ হিসাবে চালু হয়। সেখানকার কিছু লোক ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মাধ্যমে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের দাওয়াত পেয়ে সে অনুযায়ী ছালাত শুরু করলে তাদেরকে স্থানীয় মসজিদ থেকে বের করে দেওয়া হয়। ফলে তারা বাধ্য হয়ে সেখানে ওয়াক্তিয়া মসজিদ চালু করে ছালাত শুরু করেন। অদ্য সেখানে জুম‘আ চালু হ’ল। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক নাঈমুদ্দীন।

মাদ্রাসা উদ্বোধন

জয়রামপুর, চুয়াডাঙ্গা ২৭শে মে শুক্রবার : অদ্য  বাদ জুম‘আ যেলার সদর থানাধীন জয়রামপুর দারুলহাদীছ সালাফিইয়াহ মাদ্রাসা উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ সাঈদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ড. মুখতারুল ইসলাম ও ‘আল-‘আওনে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাবেক সহ-সভাপতি বর্তমানে সঊদী প্রবাসী মুহাম্মাদ রোকনুযযামান।






ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী মুহাম্মাদ (ছাঃ)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর বিরুদ্ধে (মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ)
কমিটি গঠন
সেশন কর্মী সম্মেলন ২০১৯-২১ (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
মাইক্রোবাস পুড়ে রাজশাহীতে ১৭ জনের মৃত্যু
প্রখ্যাত মুহাদ্দিছ শায়খ মুহাম্মাদ বিন আলী বিন আদম আল-আছয়ূবী-এর মৃত্যু
আহলেহাদীছ পেশাজীবী ফোরাম
মৃত্যু সংবাদ (জনাব আবু মুহাম্মাদ আব্দুছ ছামাদ মাস্টার; মাওলানা গোলাম যিল কিবরিয়া)
দাওরায়ে হাদীছ (৯ম ব্যাচ)-এর শিক্ষা সমাপনী অনুষ্ঠান (মারকায সংবাদ)
সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
প্রবাসী সংবাদ (সিঙ্গাপুরে ১২ তাকবীরে ঈদের ছালাত)
মাদ্রাসা উদ্বোধন
মুহাম্মাদ আশরাফুল হক মাস্টার (মৃত্যু সংবাদ)
আরও
আরও
.