পবিত্র রামাযান মাসে
বিশ্বের প্রতিটি দেশেই মুসলমানরা ছিয়াম পালন করছেন। নরওয়ে, আইসল্যান্ড হয়ে
ফিজি সব দেশেই মুসলিমরা রামাযানের বিভিন্ন ইবাদতে অংশ নিচ্ছেন। পৃথিবীর
উত্তরাঞ্চলের মুসলমানরা বিশেষত স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর (১. আইসল্যান্ড
২. সুইডেন ৩. নরওয়ে ৪. ডেনমার্ক ৫. ফিনল্যান্ড) অধিবাসীরা সবচেয়ে বেশী সময়
ধরে ছিয়াম রাখেন। গড়ে প্রায় ২০ ঘণ্টা সময়জুড়ে তাদের ছিয়াম রাখতে হয়। আবার
আইসল্যান্ড ও গ্রিনল্যান্ডে বসবাসরত মুসলমানদের ছিয়ামের সময়ের দৈর্ঘ্য গড়
২১ ঘণ্টা। ফিনল্যান্ডের উলু নামে একটি শহর আছে, যেখানকার বাসিন্দাদের ২৩
ঘণ্টা ছিয়াম রাখতে হয়।