উগান্ডার মরিয়ম নবাতাঞ্জি নামক এক নারী ৩৯ বছর বয়সে মোট ৪৪ জন শিশুর জননী হয়েছেন। তাদের মধ্যে ৬ জন শিশুর মৃত্যু হয়েছে। মাত্র ১২ বছর বয়সে ঐ নারী প্রথম দুই যমজ সন্তানের জন্ম দেন। এরপর আরো পাঁচবার যমজ সন্তান, কয়েকবার চার সন্তান করেও জন্ম দেন। গত তিন বছর আগে ঐ নারীর স্বামী তাকে ছেড়ে চলে যায়। এরপর একাই ৩৮ সন্তান নিয়ে এক ছাদের নিচে বাস করছেন ঐ নারী। মরিয়ম বলেন, আমার বেড়ে ওঠা অনেক দুঃখের। আমার স্বামী আমায় অনেক কঠিন সময়ের মধ্যে রেখে চলে যায়। তিনি আরো বলেন, এখন আমার সময় যায়, আমার সন্তানদের মুখে কিছু তুলে দেয়ার জন্য কাজ খোঁজায়। তিনি বলেন, আমার সন্তানদের মুখে খাবার তুলে দেয়ার জন্য সব কিছু করতে রাযী। বর্তমানে মরিয়মের সন্তান বড় হয়েছে। তারা তার মাকে যথাসাধ্য সাহায্য করে বলে জানা যায়।






আরও
আরও
.