বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৮ কোটি ৭০ লাখের কাছাকাছি পৌঁছেছে। আর মৃতের সংখ্যা ৬৮ লাখ ৫০ হাযার ছাড়িয়েছে। এসময় সুস্থ হয়েছে ৬৫ কোটি ৮৭ লাখ-এর কাছাকাছি। এ পর্যন্ত সবচেয়ে বেশী আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্ত ১০ কোটি ৬৫ লাখ ১১ হাযার ৭৩৮ জন এবং মোট মৃত্যু হয়েছে সাড়ে ১১ লাখের কিছু বেশী জনের। এরপর আছে ব্রাজিল, যেখানে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৭ লাখের কিছু বেশী।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে চার কোটি মানুষ। মৃত্যু হয়েছে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষের। ফ্রান্সে আক্রান্ত হয়েছে ৪ কোটি এবং মৃত্যু হয়েছে এক লাখ ৬৬ হাযার মানুষের। এছাড়া জার্মানীতে মারা গেছে ১ লাখ ৭২ হাযার মানুষ।







আরও
আরও
.