আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর উদ্যোগে গত ১৪ই মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০-টায় মারকায মিলনায়তনে জঙ্গীবাদ বিরোধী কুইজ ও কবিতা রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব রচিত ‘জঙ্গীবাদ প্রতিরোধে কিছু পরামর্শ এবং চরমপন্থীদের বিশ্বাসগত বিভ্রান্তির জবাব’ এবং জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘আহলেহাদীছ আন্দোলন’-এর ভূমিকা’ গ্রন্থ দু’টি কুইজ প্রতিযোগিতার জন্য নির্ধারিত ছিল। কুইজ প্রতিযোগিতায় মারকাযের ৯০ জন ছাত্র অংশগ্রহণ করে। এতে রায়হানুদ্দীন (১০ম) ১ম স্থান, ইরফানুল ইসলাম ফাহীম (১০ম) ২য় স্থান এবং রিযওয়ান কবীর (৯ম) ৩য় স্থান অধিকার করে। আর জঙ্গীবাদ বিরোধী কবিতা রচনা প্রতিযোগিতায় মুহাম্মাদ শামীম উছমান (ছানাবিয়াহ ২য় বর্ষ) ১ম স্থান, আফসারুদ্দীন (ছানাবিয়াহ ১ম বর্ষ) ২য় স্থান এবং এবং আব্দুল হাই আল-হাদী (৮ম) ৩য় স্থান অধিকার করে। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মারকাযের ভাইস প্রিন্সিপ্যাল ড. নূরুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মারকাযের শিক্ষক ফায়ছাল আহমাদ ও ফায়ছাল মাহমূদ। সমন্বয়ক ছিলেন সিসিডি, বাংলাদেশ রাজশাহীর প্রজেক্ট অর্গানাইজার তাহমীদ হোসেন (অন্ত)। অনুষ্ঠানে শামীম ওছমান জঙ্গীবাদ বিরোধী কবিতা আবৃত্তি করে এবং মোস্তাফীযুর রহমান (কুল্লিয়া ১ম বর্ষ) ও ইমরুল ক্বায়েস (ছানাবিয়াহ ১ম বর্ষ) ‘চরমপন্থীদের ভ্রান্ত আক্বীদা খন্ডন’ বিষয়ে এক মনোজ্ঞ সংলাপ পরিবেশন করে। অনুষ্ঠানে ছাত্ররা স্বহস্তে লিখিত সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী রঙিন পোষ্টার প্রদর্শন করে এবং ‘অহি-র শিক্ষা গ্রহণ করি, জঙ্গীবাদমুক্ত দেশ গড়ি’ শীর্ষক স্লোগান রচনা করে।

সিসিডি বাংলাদেশ ও দ্য আমেরিকান সেন্টার, যুক্তরাষ্ট্র দূতাবাস, ঢাকা-এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল স্থানীয় রেডিও পদ্মা।

উল্লেখ্য যে, ইতিপূর্বে ২৫শে জানুয়ারী’১৯ শুক্রবার সকাল ৮.৩০ থেকে বিকাল ৫-টা পর্যন্ত মারকায মিলনায়তনে জঙ্গীবাদ বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, রাজশাহী-এর এডিশনাল এসপি জনাব আবুল কালাম আযাদ। অন্যদের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন সিসিডি’র ফ্যাসিলিটেটর আশিকুর রহমান ও মাহবূবুর রহমান। উক্ত প্রশিক্ষণে মারকাযের ভাইস প্রিন্সিপ্যাল প্রধান অতিথির সম্মুখে ‘আহলেহাদীছ আন্দোলন’-এর জঙ্গীবাদ বিরোধী ভূমিকা ও কার্যক্রম তুলে ধরেন এবং প্রধান অতিথিকে  উক্ত দু’টি পুস্তক সহ ‘ছালাতুর রাসূল (ছাঃ)’ বই উপহার দেন। তিনি ‘আন্দোলন’-এর জঙ্গীবাদ বিরোধী ভূমিকা শ্রবণ করে সন্তোষ প্রকাশ করেন। উক্ত প্রশিক্ষণে মোট ৩২ জন ছাত্র অংশগ্রহণ করে।






আরও
আরও
.