জয়পুরহাট ১৭ই জানুয়ারী শুক্রবার :
অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ জয়পুরহাট যেলার উদ্যোগে যেলা
শহরের রামদেব বাজলা সরকারী উচ্চবিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত যেলা সম্মেলনে
প্রদত্ত প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
জনগণের প্রতি উপরোক্ত আহবান জানান। তিনি বলেন, আল্লাহর দাসত্বের জন্যই
মানুষকে সৃষ্টি করা হয়েছে। তাই মানুষ তার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য
সম্পর্কে যত বেশী সতেচন হবে তত বেশী দুনিয়া ও আখেরাতে সফলকাম হবে। সে নিজের
ইচ্ছায় দুনিয়াতে আসেনি এবং নিজের ইচ্ছায় বিদায়ও হবে না। তার জীবনের
সফরসূচী শেষ হ’লে তাকে আল্লাহর নিকট ফিরে যেতে হবে। এ দুনিয়াতে কেউ তাকে
ধরে রাখতে পারবেনা। তাই বিচক্ষণ মানুষের উচিৎ হবে মৃত্যুর পূর্বেই পরকালীন
পাথেয় অধিকহারে সঞ্চয় করা।
যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুছ ছবূরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়পুরহাট পৌরসভার মেয়র মুস্তাফীযুর রহমান মুশতাক। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম ও শিক্ষক ড. শিহাবুদ্দীন আহমাদ এবং যেলা ‘সোনামণি’র পরিচালক ফিরোয হোসাইন প্রমুখ। সম্মেলনে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি নাজমুল হক।
আল-‘আওন : সম্মেলন স্থলের পার্শ্বে স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা ‘আল-‘আওন’-এর ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। এতে ৩০ জনের ব্লাড গ্রুপিং করা হয় এবং ১০ জন রক্তদাতা সদস্য (ডোনর) তালিকাভুক্ত করা হয়।