নওজোয়ান মাঠ, নওগাঁ ১১ই অক্টোবর শুক্রবার : অদ্য বাদ আছর যেলা শহরের নওজোয়ান মাঠে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নওগাঁ যেলার উদ্যোগে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত কথা বলে। তিনি বলেন, সূরা আছরে বর্ণিত চারটি গুণ বিশিষ্ট মানুষ ব্যতীত সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। অতএব যিনি যে পর্যায়েই থাকুন না কেন সকলকে উক্ত চারটি গুণ অর্জনের চেষ্টা করে যেতে হবে। তিনি বলেন, ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও তার অঙ্গ সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ সর্বতোভাবে উক্ত গুণ সমূহ অর্জনে এবং সমাজকে সেভাবে গড়ে তোলায় সর্বদা সচেষ্ট থাকে। এই সংগঠনের দায়িত্বশীলরা যত বেশী বাধাহীনভাবে কাজ করতে পারবে, তত বেশী সমাজ দ্রুত পরিবর্তন হবে।

যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ আখতার, শূরা সদস্য কাযী হারূণুর রশীদ, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম, আল-‘আওনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমাদ আব্দুল্লাহ শাকির, খুলনা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম, যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আফযাল হোসাইন, সাধারণ সম্পাদক শহীদুল আলম, প্রচার সম্পাদক মাওলানা আফযাল হোসাইন, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুর রহমান, যেলা সোনামণির সহ-পরিচালক জাহাঙ্গীর আলম ও যেলা আল-‘আওনের সভাপতি ডা. মুহাম্মাদ শাহীন প্রমুখ। সম্মেলনে স্বাগত বক্তব্য পেশ করেন সম্মেলনের আহবায়ক ফারূক ছিদ্দীকী।






আরও
আরও
.