প্রশিক্ষণ
বুধহাটা, আশাশুনি, সাতক্ষীরা ২৩শে জুন বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার আশাশুনি উপযেলাধীন বুধহাটা বাজার আহলেহাদীছ জামে মসজিদে উপযেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক হাবীবুল্লাহ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমান, অর্থ সম্পাদক কেরামত আলী, যুববিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন ও উপযেলার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাবীবুর রহমান প্রমুখ।
বাঁকাল, সাতক্ষীরা ২৫শে জুন শনিবার : অদ্য বাদ আছর যেলা শহরের উপকণ্ঠে বাঁকাল দারুল হাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ মাদ্রাসা মসজিদে সাতক্ষীরা সদর ও শ্যামনগর উপযেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক আসাদুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল খালেক ও যুববিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন প্রমুখ।
মানিকহার, তালা, সাতক্ষীরা ২৬শে জুন রবিবার : অদ্য বাদ আছর যেলার তালা উপযেলাধীন মানিকহার আহলেহাদীছ জামে মসজিদে উপযেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক কর্মী ও দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা মাওলানা আ. ন. ম সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমান ও যুববিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন।
কলারোয়া, সাতক্ষীরা ৩০শে জুন বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার কলারোয়া উপযেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে কলারোয়া আহলেহাদীছ জামে মসজিদ কমপ্লেক্সে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা রবীউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীদুয্যামান ফারূক, যুববিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন প্রমুখ।
জাহানাবাদ, মোহনপুর, রাজশাহী ১১ই জুলাই সোমবার : অদ্য বাদ আছর যেলার মোহনপুর উপযেলাধীন জাহানাবাদ আহলেহাদীছ জামে মসজিদে জাহানাবাদ এলাকা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আফাযুদ্দীন।
আনন্দনগর, নওগাঁ ২রা আগস্ট মঙ্গলবার : অদ্য সকাল ১০-টায় যেলার সদর থানাধীন আনন্দনগর আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আফযাল হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক মাষ্টার নাযীমুদ্দীন, নওগাঁ সদর শাখা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুর রহমান ও মান্দা উপযেলার ফতেহপুর শাখার সহ-সভাপতি মুহাম্মাদ আকবর আলী প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল আলম।
মাসিক ইজতেমা
মুসলিম পাড়া, রংপুর ৩রা জুন শুক্রবার : অদ্য বাদ আছর রংপুর শহরের মুসলিম পাড়াস্থ শেখ জামালুদ্দীন আহলেহাদীছ জামে মসজিদে রংপুর-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। উক্ত ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুন নূর ও আল-‘আওনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির।
কোমরপুর, কলারোয়া, সাতক্ষীরা ১২ই জুন রবিবার : অদ্য বাদ আছর যেলার কলারোয়া উপযেলাধীন কোমরপুর আহলেহাদীছ জামে মসজিদে সোনাবাড়িয়া এলাকা ‘আন্দোলন’-এর উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুল লতীফের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নান। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন এলাকা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুছ ছবূর।
উত্তর ভাদিয়ালী, কলারোয়া, সাতক্ষীরা ২৭শে জুন সোমবার : অদ্য বাদ আছর যেলার কলারোয়া উপযেলাধীন উত্তর ভাদিয়ালী আহলেহাদীছ জামে মসজিদে কাকডাঙ্গা এলাকা ‘আন্দোলন’-এর উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মাদ আব্দুর রশীদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক কেরামত আলী, যুববিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন, উপযেলা ‘আন্দোলন’ সভাপতি মাওলানা রবীউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন এলাকা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাবীবুর রহমান।
শীবপুর পূর্বপাড়া, মোহনপুর, রাজশাহী ৮ই জুলাই শুক্রবার : অদ্য বাদ আছর যেলার মোহনপুর উপযেলাধীন শীবপুর পূর্বপাড়া আহলেহাদীছ জামে মসজিদের মুছল্লীদের উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আফাযুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব, ‘আল-‘আওন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির ও দফতর সম্পাদক মুহাম্মাদ শরীফুল ইসলাম। উল্লেখ্য যে, এ সময়ে ‘আল-‘আওন’-এর ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। যেখানে ১৫ জনের ব্লাড গ্রুপিং ও ১০ জন রক্তদাতা সদস্য তালিকাভুক্ত করা হয়। অতঃপর বাদ মাগরিব ডা. সিরাজুল ইসলামকে আহবায়ক করে ৬ সদস্য বিশিষ্ট ‘আন্দোলন’-এর নতুন শাখা আহবায়ক কমিটি গঠন করা হয়।
ছোট বেলাইল, বগুড়া ৩০শে জুলাই শনিবার : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন ছোট বেলাইল আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন সিঙ্গাপুর শাখা ‘আন্দোলন’-এর উপদেষ্টা মুহাম্মাদ মোয়ায্যম হোসাইন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আল-আমীন।
তা‘লীমী বৈঠক
বাংলা হিলি, দিনাজপুর-পূর্ব ১২ই জুলাই মঙ্গলবার : অদ্য বাদ আছর যেলার বিরামপুর থানাধীন বাংলা হিলিতে অবস্থিত হিলফুল ফুযূল মাদ্রাসায় এবং বাদ এশা নওপাড়া আহলেহাদীছ জামে মাসজিদে তা‘লীমী বৈঠক অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি আলমাস হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকদ্বয়ে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুন নূর, আল-‘আওনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদ ও সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির। উল্লেখ্য যে, মাগরিবের কিছু পূর্বে কেন্দ্রীয় মেহমানগণ পার্শ্ববর্তী হাকিমপুর উপযেলার অন্তর্গত বোয়ালদার ইউনিয়নের খাড়িরপুল নামক একটি স্থান পরিদর্শন করেন, যেখানে প্রায় শতবর্ষী একটি গাছকে কেন্দ্র করে শিরকী বিশ্বাস ও পূজা চলমান ছিল। এলাকার মানুষ বিশ্বাস করত এ গাছের মাধ্যমে তাদের ভাগ্য পরিবর্তন হবে, ভবিষ্যৎ জীবন সুখময় হবে এবং এ গাছের যে ক্ষতি করবে সে মারা যাবে। যদিও গাছটির মালিক আহলেহাদীছ পরিবারের সদস্য ছিলেন। বিষয়টি ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’ হাকিমপুর উপযেলা দায়িত্বশীলগণের দৃষ্টিতে এলে তারা গাছটির মালিকের বাসায় যান এবং একে কেন্দ্র করে যে শিরকী কার্যকলাপ চলছে সে ব্যাপারে তাকে সতর্ক করেন। তিনি বিষয়টি বুঝতে সক্ষম হন। অতঃপর সংগঠনের পক্ষ থেকে গাছটি ক্রয় করে ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুন নূরের নেতৃত্বে সেদিনই গাছটি কেটে ফেলা হয়। ফালিল্লাহিল হামদ।
পতেঙ্গা, চট্টগ্রাম ২৯শে জুলাই শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার পতেঙ্গা থানাধীন স্টিলমিল বাজার সংলগ্ন বায়তুর রহমান আহলেহাদীছ জামে মসজিদ কমপ্লেক্সে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে সাপ্তাহিক তা‘লীমী বৈঠক অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ শেখ সাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে কেনদ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আরজু হোসাইন ছাবিবর।
কক্সবাজার ৫ই আগস্ট শুক্রবার : অদ্য বাদ জুম‘আ কক্সবাজার শহরের প্রাণকেন্দ্র বাজারঘাটায় অবস্থিত ও ইসলামিক কমপ্লেক্স রাজশাহীর অধীনে পরিচালিত হাফেয আহমাদ চৌধুরী জামে মসজিদে তা‘লীমী বৈঠক অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি এ্যাডভোকেট শফীউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তা‘লীমী বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ভাইস প্রিন্সিপ্যাল ড. নূরুল ইসলাম। বৈঠক শেষে প্রদীপ বড়ুয়া (উখিয়া) নামক জনৈক বৌদ্ধ কেন্দ্রীয় মেহমানের নিকট ইসলাম গ্রহণ করেন। যেলা ‘আন্দোলন’-এর পক্ষ থেকে তাকে ছালাতুর রাসূল (ছাঃ) সহ এক সেট বই হাদিয়া দেওয়া হয়। একই দিন বাদ মাগরিব যেলার ঈদগাঁ উপযেলার আনু মিয়া শিকদার ইসলামিক কমপ্লেক্স মসজিদে আরেকটি তা‘লীমী বৈঠক অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সেক্রেটারী মুহাম্মাদ মুজীবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তা‘লীমী বৈঠকে কেন্দ্রীয় মেহমান, যেলা ‘আন্দোলন-এর সহ-সভাপতি আবুদাঊদ চৌধুরী, ঈদগাঁ উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী রেযাউল করীম শিকদার, যেলা ‘যুবসংঘ’-এর যুগ্ম আহবায়ক আব্দুল আযীয, উপযেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল গাফফার প্রমুখ উপস্থিত ছিলেন।
দারুশা বেজোড়া, পবা, রাজশাহী ৫ই আগস্ট শুক্রবার : অদ্য বাদ মাগরিব যেলার পবা উপযেলাধীন দারুশা বেজোড়া আহলেহাদীছ জামে মসজিদে পবা উপযেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক তা‘লীমী বৈঠক অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ কমিটির সভাপতি মুহাম্মাদ তাহাবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তা‘লীমী বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়ার ছানাবিয়া ১ম বর্ষের ছাত্র মুহাম্মাদ জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন মসজিদের পেশ ইমাম হাফেয ফরীদুল ইসলাম।
সন্তোষপুর, শাহমখদুম, রাজশাহী ৬ই আগস্ট শনিবার : অদ্য বাদ মাগরিব যেলার শাহমখদুম থানাধীন সন্তোষপুর-পশ্চিমপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক তা‘লীমী বৈঠক অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ কমিটির উপদেষ্টা জনাব মকবুল হোসাইনের সভাপতিতেব অনুষ্ঠিত উক্ত তা‘লীমী বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম।
কমিটি গঠন
সুনামগঞ্জ ২৫শে জুন শনিবার : সুনামগঞ্জ যেলার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ উপলক্ষে ট্রলারে করে যেলার তাহেরপুর উপযেলার বিভিন্ন গ্রামে ত্রাণ বিতরণ শেষে ফেরার পথে ট্রলারের ছাদে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডঃ মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক জালালুদ্দীন। আলোচনা শেষে মুহাম্মাদ আবূ হানীফকে আহবায়ক ও মুহাম্মাদ আশরাফুল ইসলামকে যুগ্ম-আহবায়ক করে সুনামগঞ্জ যেলা ‘আন্দোলন’-এর আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যগণ হলেন মুহাম্মাদ নিযামুদ্দীন, মুহাম্মাদ রূহুল আমীন, মুহাম্মাদ নূরুয্যামান ও মুহাম্মাদ মুনীরুয্যামান।
কেন্দ্রীয় দাঈর সফর
গাইবান্ধা ও রংপুর ১৮-২৬শে জুন : কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ গত ১৭ই জুন শুক্রবার হ’তে ২৫শে জুন শনিবার পর্যন্ত গাইবান্ধা-পূর্ব ও পশ্চিম সাংগঠনিক যেলা এবং রংপুর-পূর্ব সাংগঠনিক যেলার বিভিন্ন স্থানে তাবলীগী সফর করেন। এ সময় তাঁর সফর সঙ্গী ছিলেন গাইবান্ধা-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক আশরাফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ তাজুল ইসলাম, বোনারপাড়া এলাকার যুব বিষয়ক সম্পাদক আব্দুর রাযযাক প্রমুখ। সফরের সংক্ষিপ্ত রিপোর্ট নিম্নরূপ :
১৭ই জু্ন শুক্রবার গাইবান্ধা-পূর্ব সাংগঠনিক যেলার সাঘাটা উপযেলাধীন বাজিতনগর তাওহীদ ট্রাস্ট নির্মিত মসজিদে তিনি জুম‘আর খুৎবা প্রদান করেন। অতঃপর একই দিন বাদ আছর বারকোনা আহলেহাদীছ জামে মসজিদে, বাদ মাগরিব আমদিরপাড়া আহলেহাদীছ জামে মসজিদে, বাদ এশা বাদিনার পাড়া আহলেহাদীছ জামে মসজিদে; ১৮ই জু্ন শনিবার বাদ ফজর বারকোনা-পশ্চিমপাড়া আহলেহাদীছ জামে মসজিদে, বাদ যোহর মামুদপুর তাওহীদ ট্রাস্ট নির্মিত জামে মসজিদে, বাদ আছর বগারভিটা আহলেহাদীছ জামে মসজিদে, বাদ মাগরিব বসন্তেরপাড়া বড় জামে মসজিদে, বাদ এশা বসন্তেরপাড়া বায়তুন নূর জামে মসজিদে; ১৯শে জুন রবিবার বাদ যোহর কাঠুর জামে মসজিদে, বাদ আছর জুমারবাড়ী বাজার জামে মসজিদে, বাদ মাগরিব ডাক বাংলা মাদ্রাসা জামে মসজিদে, বাদ এশা যাদুর তাইড় জামে মসজিদে; ২০শে জুন সোমবার বাদ যোহর খামার পবনতাইড় জামে মসজিদে, বাদ আছর ধনারুহা তাওহীদ ট্রাস্ট নির্মিত জামে মসজিদে, বাদ মাগরিব মুক্তির বাজার জামে মসজিদে; ২১শে জুন মঙ্গলবার বাদ যোহর রামনগর জামে মসজিদে, বাদ আছর অনন্তপুর জামে মসজিদে, বাদ মাগরিব বোনারপাড়া আহলেহাদীছ জামে মসজিদে; ২২শে জু্ন বুধবার বাদ যোহর ওছমানের পাড়া জামে মসজিদে, বাদ আছর কামালের পাড়া জামে মসজিদে, বাদ মাগরিব গড়গড়িয়া জামে মসজিদে; ২৩শে জুন বৃহস্পতিবার বাদ ফজর দক্ষিণ গড়গড়িয়া ওয়াক্তিয়া মসজিদে, বাদ আছর সদর থানাধীন গৌড় সরকার দারুল হুদা আলিম মাদ্রাসা মসজিদে, বাদ মাগরিব থানছিপুর জামে মসজিদে, বাদ এশা নশরৎপুর জামে মসজিদে; ২৪শে জুন শুক্রবার গাইবান্ধা-পশ্চিম সাংগঠনিক যেলার সাদুল্লাপুর থানাধীন ভাতগ্রাম জামে মসজিদে জুম‘আর খুৎবা, বাদ মাগরিব সুন্দরগঞ্জ থানাধীন ফতেহখাঁ জামে মসজিদে, বাদ এশা সোনারায় জামে মসজিদে; ২৫শে জুন শনিবার রংপুর-পূর্ব সাংগঠনিক যেলার পীরগাছা থানাধীন ডিগতারী জামে মসজিদে, বাদ মাগরিব নাচনী ভাগোয়া তাওহীদ ট্রাস্ট নির্মিত জামে মসজিদে, বাদ এশা দিগতাড়ী বড় জামে মসজিদে এবং ২৬শে জুন রবিবার বাদ ফজর দিগতাড়ী দক্ষিণপাড়া জামে মসজিদে তাবলীগী সফর করেন।