বিজ্ঞানীরা বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সীমিত পারমাণবিক যুদ্ধ হ’লে বিশ্বব্যাপী আবহাওয়া বিপর্যয় ও দুর্ভিক্ষ সৃষ্টি হ’তে পারে। আঞ্চলিক উত্তেজনা এমনিতেই যথেষ্ট উদ্বেগজনক। গত ১৪ই ফেব্রুয়ারী’১৯ কাশ্মীরের পুলওয়ামায় এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪০ জন ভারতীয় সৈন্য নিহত হয়। পাকিস্তান ভিত্তিক সংগঠন জইশ-ই-মোহাম্মাদ এ হামলার দায়িত্ব স্বীকার করে। ভারত ২৬শে ফেব্রুয়ারী পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালিয়ে তার জবাব দেয়। পরদিন ২৭শে ফেব্রুয়ারী পাকিস্তান জানায়, তারা তাদের আকাশসীমা লঙ্ঘনকারী ২টি ভারতীয় জঙ্গী বিমান ভূপাতিত ও একজন পাইলটকে আটক করে। এরই মধ্যে আবহাওয়া বিজ্ঞানীরা হুঁশিয়ারী দিয়েছেন যে, দু’দেশের কেউ যদি তাদের পারমাণবিক অস্ত্রের অংশমাত্রও ব্যবহার করে, তাহ’লে তা সারা বিশ্বে পরিবেশ ও মানবিক বিপর্যয়ের কারণ হ’তে পারে। দু’দেশের কাছে ১৪০ থেকে ১৫০টি করে পরমাণু অস্ত্র রয়েছে।

রাজনৈতিক ভাষ্যকার বেন রোডস ২৬ ও ২৭শে ফেব্রুয়ারীর ঘটনাবলীর প্রেক্ষিতে বলেন, এটি বিশে^র প্রধান পারমাণবিক সঙ্ঘাতস্থল। আবহাওয়া বিজ্ঞানীরা বলেছেন, দু’দেশের মধ্যে ‘সীমিত আঞ্চলিক যুদ্ধ’ হ’লে সারা পৃথিবীর উপরেই তা প্রভাব ফেলবে। বায়ুমন্ডলের ওজোন স্তর পঙ্গু হয়ে যেতে পারে এবং বিশে^র আবহাওয়া কয়েক বছর শীতল থাকতে পারে।

গবেষকগণ বলেন, পারমাণবিক বিস্ফোরণের পরের পাঁচ বছরে বিশ্বব্যাপী গড় তাপমাত্রা প্রায় ১.৫ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পাবে। উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের মত জনবহুল অঞ্চলগুলিতে পরিবর্তনের ধাক্কা হবে মারাত্মক। এসব অঞ্চলে প্রায় ২.৫ ডিগ্রী বেশী ঠান্ডা হবে এবং গ্রীষ্মগুলোর তাপমাত্রা ১ থেকে ৪ ডিগ্রী শীতল হবে।

গবেষকগণ বলেছেন, সমুদ্রের তাপমাত্রায় পরিবর্তন সামুদ্রিক প্রাণীকুল ও বিশ্বের অধিকাংশ অংশের মানুষ যার উপর নির্ভরশীল, সেই মৎস্য সম্পদ ধ্বংস করে দিতে পারে। খাদ্য সরবরাহের প্রতি এ ধরনের আকস্মিক আঘাত এবং ঘনায়মান আতঙ্ক বৈশি^ক পারমাণবিক দুর্ভিক্ষের কারণ হ’তে পারে। তাপমাত্রা ২৫ বছরেরও বেশী সময়ে স্বাভাবিক হবে না। অতএব ক্ষুদ্র পারমাণবিক যুদ্ধ পৃথিবী ধ্বংস করতে পারে।






৪০ হাযার টাকা আত্মসাতের মামলা শেষ হ’তে ৪০ বছর
জন্মান্ধ শিক্ষক ইয়াহইয়া ছড়াচ্ছেন কুরআনের আলো
চালু হ’ল দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন
অপরিকল্পিত নগরায়নে ভূমিকম্পে প্রাণহানির আশঙ্কা - -এইচ টি ইমাম
ই-কমার্সের নামে ডিজিটাল প্রতারণা (হাতিয়ে নিয়েছে ২২ লাখ গ্রাহকের ২৬৮ কোটি টাকা)
দেশে মানসিক রোগী ৩ কোটি (প্রতি চারজনে একজনের মানসিক সমস্যা)
মানবতার অনন্য নযীর!
তালগাছ যেন নিজের সন্তান
স্যাকারিন মেশানো আখের রসে সয়লাব
পেটের দায়ে জরায়ু কেটে ফেলছেন মহারাষ্ট্রের নারীরা
২৫ বছরের মধ্যে বিয়ে না করলে শাস্তি
একত্রে তিন তালাক নিষিদ্ধে চূড়ান্ত রায় দিল দিল্লীর সুপ্রিম কোর্ট
আরও
আরও
.