বাংলাদেশের প্রায় ৩৯ শতাংশ তরুণ অলস সময় পার করছে। অর্থাৎ তারা পড়াশোনায় নেই, কর্মসংস্থানে নেই, এমনকি কোন কাজের জন্য প্রশিক্ষণও নিচ্ছে না। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। তবে এমন তরুণের সংখ্যা ২০২২ সালে ছিল ৪০.৬৭ শতাংশ। প্রতিবেদনের ফলাফলে আরও জানা যায়, দেশে ৫ বছরের বেশী বয়সী মোবাইল ফোন ব্যবহারকারী জনসংখ্যার হার ২০২৩ সালে ৫৯.৯ শতাংশে দাঁড়িয়েছে। তবে ১৫ বছরের বেশী বয়সীদের ক্ষেত্রে এই হার ২০২২ সালের ৭৩.৮ শতাংশের তুলনায় সামান্য বৃদ্ধি পেয়ে ৭৪.২ শতাংশ হয়েছে।

[তরুণদের অলসতা কাটানোর জন্য সর্বাগ্রে বর্তমান শিক্ষানীতি ও শিক্ষাক্রম বাতিল করতে হবে। পুনরায় আগের শিক্ষাব্যবস্থায় ফিরে যেতে হবে। সেই সাথে আমাদের সম্পাদকীয় জুন ২০১৪ ‘নীরব ঘাতক মোবাইল টাওয়ার থেকে সাবধান!’ পাঠ করুন (স.স.)]







আরও
আরও
.