ডেনমার্কে
২৫ বছরের মধ্যে বিয়ে করতে হবে। আর তা না করলে পেতে হবে শাস্তি। দেশটিতে
যারা অবিবাহিত থাকেন, তাদের বলা হয় পিপার মেইডেন। ডেনমার্কে বয়স ২৫ হওয়ার
পরও সিঙ্গেল পাত্র-পাত্রীদের জন্মদিনে সারা গায়ে দারুচিনির গুঁড়া ছিটিয়ে
শাস্তি দেয়া হয়। দারুচিনির গুঁড়া ছিটিয়ে দেয়ার পর আবার পানিও ঢেলে দেয়া হয়।
যাতে শরীরে গুঁড়াগুলো গায়ে লেপ্টে যায়। এই শাস্তিটা মূলতঃ সেসব অবিবাহিতকে
মনে করিয়ে দেয়া, ‘তোমার বিয়ের বয়স হয়েছে’। সেদেশে এই শাস্তির রীতি
বহুদিনের।