মুহাম্মাদ আনীসুর রহমান

দারিয়া, নবাবগঞ্জ, দিনাজপুর।

ভবে নিজের বলতে নেই যে কিছু, বলে দিয়েছেন রব,

হুকুম হ’লেই যেতে হবে ফেলে রেখে সব।

সঙ্গে হয়ত পাবে তুমি কাপড় কয়েকখানি,

দিন কয়েক সঙ্গী-সাথী ফেলবে চোখের পানি।

এক নিমিষে বিলীন হবে তোমার বাহুবল,

সামনে এসে হাযির হবে যত কর্মফল।

সেটি তোমার শুভ হ’লে পাবে মহাসুখ,

বিপরীতে গহবরে জ্বলবে যে যুগ যুগ।

গহবর তো তিমির নিশি, হয় না কভু ভোর

কুরআন-হাদীছ পড়লে পাবে আরও বহু খবর।






আরও
আরও
.