প্রভু! তুমি খুলে দাও মোর মনের বাঁধন

তোমার যিকির করি দিবানিশি সারাক্ষণ।

সকল নে‘মত দাও আমায় হৃদয় ভরে

নেক বান্দার সাথে মোরে নাও আপন করে।

প্রভু! এমন দৃঢ় ঈমান দাও থাকতে অবিচল

খাঁটি ইয়াক্বীন দাও যেন ভয়ে পালায় শত্রুদল।

এমন রহমত তুমি মোদের কর দান

দুনিয়া-আখিরাতে পাই যেন মুমিনের সম্মান।

হে আল্লাহ! তুমি কর মোরে বড় ভাগ্যবান

হাশরের দিন নেককারদের সাথে কর মেহমান।

শহীদদের সাথে দাও সুখময় জীবন

পূণ্যবানদের মত কর বিপদোত্তরণ।

সর্বোত্তম জিনিস তুমি কর মোদের দান

দুনিয়াতে ভোগ করে মুমিন-মুসলমান।

যতদিন বাঁচিয়ে রাখ ঠিক রাখ ঈমান

দিনে-রাতে সারাক্ষণ করি তব গুণগান।

ভয়-ভীতি ঢুকিয়ে দাও মুশরিকের অন্তরে

গযব নাযিল কর মুনাফিকের উপরে।

কাফেরে দাও শাস্তি কুরআন করে অস্বীকার

মানে না যে আল্লাহ-রাসূল করে মিথ্যাচার।

প্রভু! তোমার ভান্ডার হ’তে দাও রহমত,

নিষ্পাপ শিশুর মত কর মোরে হেফাযত।

সৌভাগ্য আমার জন্য তুমি কর নির্ধারণ,

হাসি মুখে মরণকে যেন করি আলিঙ্গন।

মুহাম্মাদ গিয়াছুদ্দীন

ইব্রাহীমপুর, কাফরুল, ঢাকা।






আরও
আরও
.