মাদারবাড়িয়া, দোগাছী, পাবনা সদর ১৬ই নভেম্বর শুক্রবার : অদ্য সকাল ১০-টায় যেলার মাদারবাড়িয়ায় পাবনা যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর উদ্যোগে পাবনা যেলা আল-‘আওনের কমিটি গঠন ও ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ বেলালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-‘আওনের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির, অর্থ সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম, দফতর সম্পাদক আব্দুল বাছীর। আরও উপস্থিত ছিলেন পাবনা যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ হাসান, যেলা ‘সোনামণি’র পরিচালক শাহীনুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ডা. ইকবাল বিন জিন্নাহকে সভাপতি ও ডা. শামীম হোসাইনকে সাধারণ সম্পাদক করে ২০১৭-১৯ সেশনের জন্য ৬ সদস্য বিশিষ্ট পাবনা যেলা ‘আল-‘আওন’-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। উক্ত ক্যাম্পিংয়ে ২৫ জনের ব্লাড গ্রুপিং ও ৬৫ জন রক্তদাতা সদস্য সংগ্রহ করা হয়।

পিরুজালী, গাযীপুর সদর ১৯শে নভেম্বর সোমবার : অদ্য সন্ধ্যা ৬-টায় গাযীপুর যেলার সদর থানার অন্তর্গত পিরুজালী শিকদারবাড়ী মার্কেট সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত ইসলামী সম্মেলন উপলক্ষে সম্মেলনের পাশাপাশি যেলা আল-‘আওনের কমিটি গঠন ও ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব হাবীবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলন ও আল-‘আওন এর ক্যাম্পিংয়ে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, আল-‘আওনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক রাক্বীবুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ শাকির, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়ার শিক্ষক মুহাম্মাদ খায়রুল ইসলাম। সম্মেলনে প্রধান আলোচক ছিলেন ‘আহলেহাদীছ ওলামা ও ইমাম সমিতি’র সহ-সভাপতি ও ঢাকার মাদারটেক আহলেহাদীছ জামে মসজিদের খতীব আমানুল্লাহ বিন ইসমাঈল। অনুষ্ঠানে ডা. জাহাঙ্গীর আলমকে সভাপতি ও শরীফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে আল-‘আওন গাযীপুর যেলার ২০১৭-১৯ সেশনের জন্য ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উক্ত ক্যাম্পিংয়ে ২৫ জনের ব্লাড গ্রুপিং ও ৪৩ জন রক্তদাতা সদস্য সংগ্রহ করা হয়। যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র দায়িত্বশীলগণ সহ যেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ফুলবাড়ী, পঞ্চগড় ২৪শে নভেম্বর শুক্রবার : অদ্য সকাল ১০-টায় যেলার ফুলতলায় পঞ্চগড় যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর উদ্যোগে পঞ্চগড় যেলা আল-‘আওনের কমিটি গঠন ও ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আমীনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ, আল-‘আওনের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ শাকির ও অর্থ সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ শামীম প্রমুখ। অনুষ্ঠানে যয়নুল ইসলামকে সভাপতি ও মনছূর আলীকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট আল-‘আওন’-এর পঞ্চগড় যেলা কমিটি গঠন করা হয়। উক্ত ক্যাম্পিংয়ে ৩৭ জনের ব্লাড গ্রুপিং ও ৭১ জন রক্তদাতা সদস্য সংগ্রহ করা হয়।

আল-‘আওনের কেন্দ্রীয় রিপোর্ট

নভেম্বর’১৮-তে প্রদত্ত রিপোর্ট অনুযায়ী আল-‘আওনের এযাবৎ মোট রক্তদাতা সদস্য বা ডোনর সংখ্যা ১৮৭৪ জন। সর্বমোট ব্লাড গ্রুপিং হয়েছে ১৮৫০ জনের। সর্বমোট রক্তের আবেদনকারী সংখ্যা ৯৭৭ জন। সর্বমোট রক্তগ্রহীতার সংখ্যা ৩২৫ জন।

[মাদকমুক্ত নিরাপদ রক্তদান সংস্থা আল-‘আওন ২০১৭ সালের ২৩শে ফেব্রুয়ারীতে প্রতিষ্ঠা লাভ করে। যা ইতিমধ্যে সমাজে ব্যাপক সাড়া জাগিয়েছে। আমরা সবাইকে অত্র মহতী কাজে সহযোগিতার হাত বাড়ানোর আবেদন জানাই।- সম্পাদক]






আরও
আরও
.