হাকিমপাড়া, থ্যাংখালী, উখিয়া, কক্সবাজার ৩রা নভেম্বর শুক্রবার : অদ্য সকাল সাড়ে ১০-টায় কক্সবাজার যেলার উখিয়া উপযেলাধীন হাকিমপাড়া গ্রামের ৭নং ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় কর্মপরিষদ কর্তৃক ৫৬০ পিস টু-পার্ট কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে সেখানে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার, সেক্রেটারী মুস্তাকীম আহমাদ, অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী, প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম, ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর, তথ্য ও প্রকাশনা সম্পাদক মুস্তাফীযুর রহমান সোহেল, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুখতারুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাকিব, যেলা ‘আন্দোলন’-এর সভাপতি এ্যাডভোকেট শফীউল ইসলাম, সহ-সভাপতি আমীনুল ইসলাম, কক্সবাজার যেলা বারের সিনিয়র আইনজীবী ও কক্সবাজার যেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট আবুল আ‘লা, সিরাজগঞ্জ যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি শামীম আহমাদ, প্রবাসী আব্দুল হাই (বগুড়া) প্রমুখ। দায়িত্বশীলবৃন্দ সেখানে নিজ হাতে প্রায় ৩০০ পিস কম্বল বিতরণ করেন এবং জুম‘আর ছালাতের সময় হয়ে যাওয়ায় বাকীগুলি সেনাবাহিনীর দায়িত্বে প্রদান করেন।
জুম‘আর খুৎবা ও সুধী সমাবেশ : এদিন কক্সবাজার শহরের পাহাড়তলীতে নব নির্মিত আহলেহাদীছ জামে মসজিদে খুৎবা প্রদান করেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার। অতঃপর বাদ জুম‘আ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি এ্যাডভোকেট শফীউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার ও ছাত্রবিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ সম্পাদক নাজমুল হক এবং ইন্দোনেশিয়া থেকে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে আগত শেখ সান্দ্রী বিন শায়বান, আহমাদ সুশান্ত, ডাডান জুনায়দী। সুধী সমাবেশ শেষে তাদেরকে ‘আহলেহাদীছ আন্দোলন কি ও কেন?’ ও ‘ছালাতুর রাসূল (ছাঃ)’ বইয়ের ইংরেজী সংস্করণ হাদিয়া দেওয়া হয়।
লেদা, টেকনাফ, কক্সবাজার, ৬ নভেম্বর সোমবার : অদ্য সকাল ১১-টায় টেকনাফ থানাধীন লেদা ক্যাম্পে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর উদ্যোগে রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ১ হাযার প্যাকেট মসলা বিতরণ করা হয়। প্যাকেটে ছিল ২ কেজি পেঁয়াজ, ১ কেজি রসুন, ৫০০ গ্রাম সরিষার তেল ও ১ কেজি শুকনো মরিচ। এ সময় উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর উপরোক্ত কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ এবং যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুজীবুর রহমান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শাহ নেওয়ায মাহমূদ তানীদ প্রমুখ।