নওদাপাড়া, রাজশাহী ১২ই জুলাই রবিবার : অদ্য বিকাল ৫-টায় নওদাপাড়াস্থ আল-‘আওনের কেন্দ্রীয় কার্যালয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের লাশ দাফন ও তাদের সার্বিক সহযোগিতা বিষয়ে স্বেচ্ছাসেবক টীম গঠন উপলক্ষ্যে এক যরূরী বৈঠক ও সংক্ষিপ্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব প্রশিক্ষণ প্রদান করেন আল-‘আওনের কেন্দ্রীয় সভাপতি ডা. আব্দুল মতীন। প্রশিক্ষণ শেষে আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর শিক্ষক ড. শিহাবুদ্দীন আহমাদকে টীম লিডার ও সালমান ফারসীকে সহ-টীম লিডার করে ১০ সদস্য বিশিষ্ট ‘আল-‘আওন স্বেচ্ছাসেবক টীম’ গঠন করা হয়। প্রশিক্ষণে আল-‘আওনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদ, সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির সহ কেন্দ্রীয় দায়িত্বশীলগণ ও নবগঠিত টীমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে উক্ত স্বেচ্ছাসেবক টীমের তালিকা সরকার ও প্রশাসনের নিকটে প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।






আরও
আরও
.