বড়গাছি, পবা, রাজশাহী ৮ই জুন বুধবার : অদ্য
বাদ মাগরিব যেলার পবা উপযেলাধীন বড়গাছি হাট উত্তরপাড়া আহলেহাদীছ জামে
মসজিদে এলাকা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজশাহী-সদর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা দুর্রুল হুদার
সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব।
বিশেষ অতিথি ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল
হালীম, ‘আল-আওনে’র কেন্দ্রীয় সভাপতি ডা. আব্দুল মতীন ও সাংগঠনিক সম্পাদক
হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘যুবসংঘ’
রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলার সাধারণ সম্পাদক আবুল কাসেম, পবা
উপযেলা-পূর্ব ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ মামূনুর রশীদ ও পারিলা
এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ জালালুদ্দীন। অনুষ্ঠানে
সঞ্চালক ছিলেন পবা উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আবুবকর ছিদ্দীক।
উল্লেখ্য যে, সুধী সমাবেশের পূর্বে মুহতারাম আমীরে জামা‘আত পবা বড়গাছি এলাকা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি ও নওদাপাড়া আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর ছাত্র অভিভাবক মুহাম্মাদ আব্দুল মান্নানের আহবানে বড়গাছি বাজারের পার্শ্ববর্তী তালগাছিতে তার মাছ চাষ প্রকল্প পরিদর্শনে যান। সেখানে পৌঁছে তিনি মাছ চাষ প্রকল্প পরিদর্শন শেষে কর্মী ও দায়িত্বশীলদের নিয়ে সংক্ষিপ্ত সভা করেন। অতঃপর জামা‘আতের সাথে মাগরিবের ছালাত আদায় এবং রাত্রির খাবার শেষে সেখান থেকে সুধী সমাবেশে অংশগ্রহণ করেন। এ সময় তাঁর সফরসঙ্গী ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীকের সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, রাজশাহী-সদর ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা দুর্রুল হুদা, আত-তাহরীক টিভির প্রোগাম পরিচালক মুহাম্মাদ শরীফুল ইসলাম, ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম, আল-‘আওনে’র কেন্দ্রীয় সভাপতি ডা. আব্দুল মতীন ও সাংঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন রাজশাহী-সদর ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুস্তাকীম আহমাদ। রাত্রি ১১-টায় মুহতারাম আমীরে জামা‘আত মারকাযে ফিরে আসেন।
পশ্চিমভাগ বাজার, পুঠিয়া, রাজশাহী ৩০শে মে সোমবার : অদ্য বাদ আছর যেলার পুঠিয়া উপযেলাধীন পশ্চিমভাগ বাজার আহলেহাদীছ জামে মসজিদে পুঠিয়া উপযেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাখা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া, রাজশাহীর ভাইস প্রিন্সিপ্যাল ড. নূরুল ইসলাম ও ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন রাজশাহী-পূর্ব যেলা ‘আন্দোলন’-এর সভাপতি এস. এম সিরাজুল ইসলাম মাস্টার, সহ-সভাপতি মুহাম্মাদ আনোয়ারুল ইসলাম, উপযেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আবুল কালাম আযাদ ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ যিল্লুর রহমান। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক ইলিয়াসুদ্দীন।