ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্রে প্রকাশ্য জনসম্মুখে রাববী (২৬) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত ৪ঠা ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬-টার দিকে নগরীর গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড় এলাকার স্যাভোরী কনফেকশনারী সংলগ্ন নির্মানাধীন বর্ণালী সিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সে নগরীর আকুয়া নন্দিবাড়ী এলাকার বাসিন্দা। সে পেশায় অটো চালক। নিহত রাববীর বড় বোন দাবী করেন, গত রামাযান মাসে রাববীর সাথে মনির নামের একজনের একশত টাকা নিয়ে বিরোধ হয়। মূলত ঐ বিরোধের জের ধরে মনিরের পুত্র ও তার সহযোগী সন্ত্রাসীরা রাববীকে গলা কেটে হত্যা করেছে। ঘটনাস্থল সংলগ্ন এলাকার ব্যবসায়ীরা জানায়, সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে হঠাৎ চিৎকার শুনে দেখে ৫/৭ জন যুবক দৌঁড়ে পালাচ্ছে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় একজনকে হাসপাতালে পাঠায়। তারা জানায়, প্রকাশ্যে দিবালোকে জনসম্মুখে নগরীর ব্যস্ততম সড়কে এমন ঘটনা নযীর বিহীন।

[দেশে ন্যায় বিচার ও নিরপেক্ষ প্রশাসন না থাকার বাস্তব কুফল এগুলি। দল ও প্রার্থীভিত্তিক নেতৃত্ব নির্বাচনের মন্দ ফল তৃণমূল পর্যায়ে চলে গেছে। এর বিপরীতে দল ও প্রার্থীবিহীন ইসলামী নির্বাচন নীতি যতদিন দেশে চালু না হবে, ততদিন নিরপেক্ষ প্রশাসন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা আশা করা বৃথা মাত্র। অতএব দ্রুত দেশের সর্বস্তরে ইসলামী নীতিমালা বাস্তবায়ন করা আবশ্যক (স.স.)] 






আরও
আরও
.