স্বদেশ

বিবিসিকে বিএসএফ প্রধান

সীমান্তে গুলী বন্ধ হবে না

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের প্রধান বলেছেন, বাংলাদেশ সীমান্তে তার বাহিনী গুলী চালানো বন্ধ করবে না। এর কারণ হিসাবে তিনি বলেন, সীমান্তে অপরাধীদের থামাতে আমাদের ব্যবস্থা নিতেই হবে। গত ৭ ফেব্রুয়ারী রাতে বিবিসি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে বিএসএফের মহাপরিচালক ইউকে বানসাল বলেন, বাংলাদেশ সীমান্তে গুলী চালানো পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। তিনি বলেন, যতক্ষণ ভারত-বাংলাদেশ সীমান্তে অপরাধমূলক কাজ হ’তে থাকবে, ততক্ষণ সেই অপরাধ আটকাতেই হবে বিএসএফকে, সেটাই বাহিনীর দায়িত্ব। উল্লেখ্য, ‘হিউম্যান রাইটস ওয়াচে’র মতো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বিএসএফকে ‘ট্রিগার হ্যাপি ফোর্স’ বা বন্দুকবাজ বাহিনী বলে আখ্যা দিয়েছে।

জানুয়ারীতে দৈনিক ১১ জন খুন

চলতি বছরের জানুয়ারী মাসে সারাদেশে ৩৪৩টি হত্যাকান্ড ঘটেছে। এ হিসাবে প্রতিদিন গড়ে ১১ জন খুন হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশনের এক প্রতিবেদনে গত ১লা ফেব্রুয়ারী এ তথ্য জানানো হয়েছে।

দেশে ক্যান্সার রোগীর সংখ্যা প্রায় ১২ লাখ

দেশে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। প্রতি বছর আক্রান্ত হচ্ছে প্রায় ৩ লাখ মানুষ। এ রোগে দেশে প্রায় দুই লাখ মানুষের মৃত্যু ঘটছে। বাংলাদেশ ক্যান্সার সোসাইটি সূত্র জানায়, বর্তমানে দেশে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ১২ লাখ।

‘টাইম’ ম্যাগাজিনের প্রতিবেদন

বাংলাদেশের শেয়ার বাজার বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট

দেশের শেয়ারবাজারকে উত্থান-পতনের দিক থেকে বিশ্বের সবচেয়ে খারাপ পুঁজিবাজার বলে ২ ফেব্রুয়ারীর ‘টাইম’ সাময়িকীতে আখ্যায়িত করা হয়েছে। পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালের শুরু থেকে গত এক বছরে দেশের প্রধান স্টক এক্সচেঞ্জের সূচক ৫৫ শতাংশের মতো নেমে আসে। এ দরপতনের ফলে লাখ লাখ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়ে পথে বসার উপক্রম হয়েছে। এতে দেশের শেয়ার বাজারে বাণিজ্যিক ব্যাংকগুলোর সম্পৃক্ততাকে ২০১০ সালে বাজারের আকাশচুম্বী উত্থান ও পরে আবার ধস নামার প্রধান কারণ হিসাবে দেখানো হয়েছে। একই সঙ্গে বিনিয়োগকারীদের অজ্ঞতাকেও চিহ্নিত করা হয়েছে বিরাট ভুল হিসাবে।

সরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়স ৬৫ বছর

গত ১৩ ফেব্রুয়ারী মন্ত্রীসভা দেশের ৩৪টি সরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়স ৬৫ বছর করার প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীসভার সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। উল্লেখ্য যে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগে থেকেই এ নিয়ম কার্যকর রয়েছে।

সরকারী কর্মকর্তা-কর্মচারীদের অবসর ৫৯ বছরে : সরকারী কর্মকর্তা-কর্মচারীদের অবসরের বয়স ৫৭ বছর থেকে বাড়িয়ে ৫৯ বছর নির্ধারণ করে গত ১৪ ফেব্রুয়ারী জাতীয় সংসদে পাবলিক সার্ভেন্ট (রিটায়ারমেন্ট অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট ২০১২ পাস হয়েছে।

৭৬ শতাংশ মামলায় আসামী খালাস পায়

দেশে প্রতিদিন গড়ে ১১টি খুন, ৫৫টি নারী ও শিশু নির্যাতন, ৮৭টি মাদকের মামলা থানায় নথিভুক্ত হচ্ছে। তবে পুলিশ অভিযোগ প্রমাণ করতে না পারায় এ ধরনের ৭৬ শতাংশ মামলার ক্ষেত্রে আসামীরা খালাস পেয়ে যাচ্ছে। গত ১৩ ফেব্রুয়ারী পুলিশ সদর দফতরে পুলিশের অপরাধ বিষয়ক সভায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির এ চিত্র তুলে ধরা হয়।

সশরীরে রাসূলুল্লাহ (ছাঃ)-এর হাতে বায়‘আত!

বায়তুল মুকাররম মসজিদ সংলগ্ন চত্বরে ‘মুনীরিয়া যুব তাবলীগ কমিটি বাংলাদেশ’ আয়োজিত এশায়াত সম্মেলনে গত ২৮ জানুয়ারী প্রধান অতিথির বক্তব্যে কাগতিয়া আলিয়া গাউছুল আযম দরবার শরীফের অধ্যক্ষ সৈয়দ মুহাম্মাদ মুনীরুল্লাহ আহমাদী বলেন, মহান আল্লাহর রঙে রঞ্জিত ও রাসূল (ছাঃ)-এর অনুপম আদর্শের মূর্তপ্রতীক কাগতিয়ার গাউছুল আযমকে স্বয়ং রাসূল (ছাঃ) মদীনা শরীফের রওযা পাকে ডেকে নিয়ে সশরীরে জাগ্রত অবস্থায় বায়‘আতের মাধ্যমে খলীফায়ে রাসূল (ছাঃ)-এর মর্যাদা দান করেন। বেলায়েতের সর্বোচ্চ স্তর গাউছিয়তের শীর্ষপদে বর্তমানে আসীন কাগতিয়ার গাউছুল আযম এমন এক যুগশ্রেষ্ঠ আধ্যাত্মিক ব্যক্তিত্ব, যার প্রতিষ্ঠিত সংগঠন মুনীরিয়া যুব তাবলীগ কমিটির মনোগ্রাম অলৌকিকভাবে বিভিন্ন বৃক্ষের  পাতায় উদ্ভাসিত হয়ে তার গাউছিয়াতের ও সংগঠনের কবুলিয়তের সাক্ষ্য বহন করে।

[পাগল আর কাকে বলে? (স.স.)]

গার্ডিয়ানের প্রতিবেদন

খাদ্যের মূল্যবৃদ্ধিতে চোখে অন্ধকার দেখছে বাংলাদেশের গরীব পরিবারগুলো

খাদ্যপণ্যের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশের গরীব পরিবারগুলো চোখে অন্ধকার দেখছে বলে মন্তব্য করেছে প্রভাবশালী ব্রিটিশ দৈনিক ‘গার্ডিয়ান’। ‘পুওর নিউট্রিশন স্টান্টস গ্রোথ অব নিয়ারলী হাফ অব আন্ডার-ফাইভ ইন বাংলাদেশ’ (পুষ্টির ঘাটতির কারণে বাংলাদেশে পাঁচ বছরের নীচের প্রায় অর্ধেক শিশুর বিকাশ ঠিকঠাক হচ্ছে না’ শিরোনামের ঐ প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে প্রতি ১৫টি শিশুর মধ্যে ১টি শিশু ৫ বছর বয়সে পৌঁছানোর আগেই মারা যায়। প্রতি বছর ২৫ হাযার শিশু জন্মের প্রথম মাসেই মারা যায়। ঐ প্রতিবেদনে আরো বলা হয়, সরকার গরীব পরিবারের শিশুদের অপুষ্টি রোধ ও শিশু মৃত্যুর হার কমানোর প্রতিশ্রুতি দিলেও খাদ্যপণ্যের ক্রমবর্ধমান মূল্যের কারণে পরিস্থিতির অবনতি হচ্ছে।

মানব পাচারের শাস্তি মৃত্যুদন্ড

মানব পাচারের অপরাধে দোষী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ডের বিধান রেখে ‘মানব পাচার প্রতিরোধ ও দমন বিল ২০১২’ সংসদে পাস হয়েছে। ১৫ ফেব্রুয়ারী জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বিলটি পাসের প্রস্তাব করলে সেটি কণ্ঠভোটে পাস হয়।


বিদেশ

প্রতি বছর ১৩০ কোটি টন খাবার নষ্ট হয়

জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (ফাও) এক তথ্যে জানিয়েছে, বিশ্বে প্রতি বছর ১৩০ কোটি টন খাবার নষ্ট হয়ে যায়। ফাও’র পক্ষে সুইডিশ ইনস্টিটিউট ফর ফুড অ্যান্ড বায়োটেকনোলজি কর্তৃক এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ধনী দেশগুলোর ভোক্তারা বছরে ২২ কোটি টন খাদ্য নষ্ট করছে, যা সাব-সাহারান আফ্রিকার এক বছরের প্রকৃত উৎপাদনের সমান। ইউরোপ ও উত্তর আমেরিকায় ভোক্তাপ্রতি খাদ্য নষ্টের পরিমাণ বছরে ৯৫ কেজি থেকে ১১১ কেজির মতো। এশিয়ার বেশির ভাগ দেশ এবং সাব-সাহারান আফ্রিকায় এর পরিমাণ ৬ থেকে ১১ কেজি। গবেষণায় দেখা গেছে, ভোক্তারা ফল ও সবজি নষ্ট করছে সবচেয়ে বেশী।

বিশ্বের সবচেয়ে বেশিসংখ্যক কারাবন্দী রয়েছে যুক্তরাষ্ট্রে

নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’ (এইচআরডব্লিউ)-এর প্রতিবেদন মতে বিশ্বের সবচেয়ে বেশিসংখ্যক কারাবন্দী রয়েছে যুক্তরাষ্ট্রে। বর্তমানে সেখানে ২৩ লাখ লোক কারাগারে রয়েছে। দেশটিতে অনেক সময় বর্ণবাদে প্রভাবিত হয়েও দীর্ঘ মেয়াদে কারাদন্ড দেয়া হয় বলে জানিয়েছে এইচআরডব্লিউ। অভিবাসীদের আটকের ঘটনা ক্রমেই বাড়ছে এবং ২০১০ সালে ৩ লাখ ৬৮ হাযার অভিবাসীকে আটক করা হয়। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ৩৪টি অঙ্গরাজ্যে নিয়মিত মৃত্যুদন্ড দেয়া হচ্ছে এবং ২০১১ সালে যুক্তরাষ্ট্রে মোট ৩৯ জনের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে।

বিশ্বে উদ্বাস্ত্তর সংখ্যা দ্বিগুণ হয়েছে

২০১০ সালে পৃথিবীর ওপর দিয়ে বয়ে যাওয়া প্রাকৃতিক দুর্যোগে ৪ কোটি ২০ লাখেরও বেশি মানুষ নিজেদের ঘরবাড়ী ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। গত ৬ জুন অসলোতে আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপিত এক প্রতিবেদন মতে, গত দুই দশকের মধ্যে বিশ্বে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা ২শ’ থেকে বেড়ে হয়েছে ৪শ’ অর্থাৎ দ্বিগুণ। প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, গত ২০১০ সালে এশিয়ার বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছে সবচেয়ে বেশি। আর এর ফলে ভারত, ফিলিপাইন, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, চীন এবং পাকিস্তানে বিপুলসংখ্যক মানুষ উদ্বাস্ত্ত হয়েছে।

বিশ্বের সবচেয়ে উঁচু সেতু মেক্সিকোতে

বিশ্বের সবচেয়ে উঁচু সেতু এখন মেক্সিকোতে। দেশটির উত্তরাঞ্চলে সিয়েরা মাদ্রে অক্সিডেন্টাল পর্বতমালার একট সংকীর্ণ উপত্যকাকে যুক্ত করেছে বালুয়ার্তে নামের এই সেতুটি। এর স্প্যানের উচ্চতা ৪০৩ মিটার (এক হাযার ৩২২ ফুট), যা ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত বিখ্যাত আইফেল টাওয়ারের (৩২৪ মিটার) চেয়েও উঁচু। সেতুটির দৈর্ঘ্য এক হাযার ১২৪ মিটার (তিন হাযার ৬৮৭ ফুট)। বিশ্বের সবচেয়ে উঁচু এই সেতুটি মেক্সিকোর মাজাটলান ও ডুরাঙ্গো এলাকাকে সংযুক্ত করেছে।

দুর্নীতির মামলায় অভিযুক্ত এহুদ ওলমার্ট

ইসরাঈলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টকে দুর্নীতির মামলায় অভিযুক্ত করা হয়েছে। হোলিল্যান্ড নামের একটি গৃহনির্মাণ প্রকল্পে ওলমার্টের বিরুদ্ধে কয়েক মিলিয়ন ডলার ঘুষ নেয়ার অভিযোগ আনা হয়েছে। জেরুজালেমের মেয়র থাকাকালে তিনি ঘুষ নেন বলে অভিযোগে বলা হয়েছে। উল্লেখ্য, ১৯৯৩-২০০৩ সাল পর্যন্ত জেরুজালেমের মেয়র ছিলেন ওলমার্ট। পরে ২০০৬ সালে তিনি দেশটির প্রধানমন্ত্রী হন এবং দুর্নীতির অভিযোগ উঠলে ২০০৯ সালে পদত্যাগ করেন।

স্পেনে বেকার ৫৩ লাখ

স্পেনে বেকারের সংখ্যা গত বছরের শেষার্ধে ৫০ লাখ ছাড়িয়েছে। ডিসেম্বরের শেষ নাগাদ বেকার হয়েছে ৫৩ লাখ মানুষ। ১৭ বছরের মধ্যে স্পেনে বেকারত্বের এ হার সর্বোচ্চ। বর্তমানে দেশটিতে ১৬ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে প্রায় অর্ধেকই (৪৮ দশমিক ৬ শতাংশ) বেকার। আগে এ হার ছিল ৪৫ দশমিক ৮শ শতাংশ।

সবচেয়ে বিষাক্ত বায়ু ভারতে

বিশ্বের সবচেয়ে বিষাক্ত বায়ু ভারতে। এরপরই রয়েছে নেপাল, বাংলাদেশ, পাকিস্তান ও চীনের স্থান। অন্যদিকে সবচেয়ে নির্মল বায়ুর দেশ হিসাবে শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড, লাটভিয়া, নরওয়ে, লুক্সেমবার্গ ও কোস্টারিকা। ইয়েল ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক জরিপে বলা হয়, মানবদেহে প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে বায়ুমন্ডলের দিক দিয়ে বিশ্বের ১৩২টি দেশের মধ্যে ভারতের অবস্থান সর্বনিম্নে। এতে দেখা যায়, দূষণের হার দক্ষিণ এশিয়ার দেশগুলোতেই সবচেয়ে বেশী।

সবচেয়ে বেশী কালো টাকা ভারতীয়দের

বিভিন্ন বিদেশী ব্যাংকে ভারতীয়দের গচ্ছিত কালো টাকার পরিমাণ প্রায় ৫০০ বিলিয়ন মার্কিন ডলার (২৪.৫ লাখ কোটি টাকা)। যা অন্যান্য সব দেশের চাইতে বেশী। সিবিআই গত সোমবার (১৩.২.১২) এ তথ্য জানিয়েছে। সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রয়েছে সিঙ্গাপুর পঞ্চম স্থানে ও সুইজারল্যান্ড সপ্তম স্থানে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী উন্নয়নশীল দেশগুলির সরকারী আমলাদের ঘুষ নেওয়া টাকার পরিমাণ ৪০ বিলিয়ন মার্কিন ডলার। গত ১৫ বছরে এর মধ্যে মাত্র ৫ বিলিয়ন ডলার উদ্ধার করা হয়েছে।

সততা কমেছে ব্রিটিশদের!

ব্রিটিশদের মধ্যে সততা কমে গেছে। যুক্তরাজ্যের এসেক্স বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই দাবী করে বলেছেন, এক দশক আগের তুলনায় ব্রিটিশদের মধ্যে এখন সৎলোক কম। দুই হাযারের বেশি প্রাপ্তবয়ষ্ক ব্রিটিশ নাগরিকের উপর সমীক্ষা চালিয়ে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। ২০১১ সালে চালানো এই সমীক্ষায় দেখা গেছে, অনূর্ধ্ব ২৫ বছর বয়সী তরুণেরা চারিত্রিক শুদ্ধতার ক্ষেত্রে গড়ে ৪৭ নম্বর পেয়েছেন। সেক্ষেত্রে ৬৫ বছরের বেশী বয়সের বৃদ্ধদের গড় নম্বর হচ্ছে ৫৪। উক্ত সমীক্ষায় দেখা যায়, বয়স্ক লোকদের তুলনায় তরুণেরা বেশি অসৎ।

১৬০ জন নিরীহ ইরাকীকে হত্যাকারী ক্রিস কাইলি

পেন্টাগনের দাপ্তরিক হিসাব অনুযায়ী, ইরাকে গত বছর গুপ্তঘাতকের দায়িত্ব পালনকালে যুক্তরাষ্ট্র নেভি সিলের সদস্য গুপ্তঘাতক ক্রিস কাইলি ১৬০ জন মানুষকে গুলী করে হত্যা করে। আর নিজের হিসাবে তার দূরপাল্লার রাইফেলের গুলীতে নিহত মানুষের সংখ্যা ২৫৫ জন।

২৪ জন নিরীহ ইরাকীকে হত্যা করেও বেকসুর খালাস মার্কিন সেনা

যুক্তরাষ্ট্রের একটি সামরিক আদালত ঠান্ডা মাথায় ২৪ বেসামরিক ইরাকীকে খুনের দায়ে অভিযুক্ত এক মার্কিন মেরিন সেনাকে বেকসুর খালাস দিয়েছে। ২০০৫ সালে ইরাকের হাদীছাহ শহরে নারী ও শিশুসহ ২৪ ইরাকী বেসামরিক নাগরিককে হত্যা করেছিল স্টাফ সার্জেন্ট ফ্রাঙ্ক উটেরিচ।






অমুসলিম ঘোষণা করতে হবে (পঞ্চগড়ের কাদিয়ানী সম্মেলন বন্ধ করুন!) - মুহতারাম আমীরে জামা‘আত
করোনায় কর্মহীনদের খাদ্য সহায়তায় ১০ হাযার টাকা দিলেন শেরপুরের ভিক্ষুক!
দেশে বিদ্যুত উৎপাদনে নতুন রেকর্ড ১১ হাযার ৩০৬ মেগাওয়াট
বিশ্বের ৬টি দেশে কোন বিমানবন্দর নেই
মেট্রোরেলের যুগে প্রবেশ করল বাংলাদেশ
স্বদেশ-বিদেশ
শুধু কালোজিরা ও মধু খেয়ে করোনা থেকে সুস্থ!
রোহিঙ্গাদের ওপর নৃশংসতা ক্ষমার অযোগ্য : পেন্স
ঢাবির সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দীন আহমদের মৃত্যু
ভারতে প্রথমবার চালু হ’ল শুধুমাত্র নারীদের হজ্জ ফ্লাইট
গোপন মহামারী এএমআর : ১ বছরে ১২ লাখ মৃত্যু
গরু কারো মা হ’তে পারে না - গরু কারো মা হ’তে পারে না
আরও
আরও
.